Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আসলে আন্তর্জাতিক অপরাধী! নিশীথের দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মূর্খ বলে কটাক্ষ উদয়ন গুহর।

Panchayat Election: TMC is worker is international criminal, says Nisith Pramanik | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 28, 2023 7:42 pm
  • Updated:June 28, 2023 8:28 pm  

বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) গীতলদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আদপে আন্তর্জাতিক অপরাধী। নিহত বাবু হক আদপে বাংলাদেশের নাগরিক। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁকে পালটা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের মন্ত্রীর খোঁচা, “যদি বাংলাদেশের নাগরিক এদেশে এসে বসে থাকে তাহলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। আমাদের দুর্ভাগ্য এরকম মূর্খ একজন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।” সবমিলিয়ে গীতালদহের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছেই।

পঞ্চায়েন নির্বাচনের (Panchayat Election) আবহে মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৫ জন। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছিল। ঘটনার নেপথ্যে বাংলাদেশের দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। এবার পালটা দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

Advertisement

[আরও পড়ুন: ৮২ না ৮৩, টেটের পাশ নম্বর কত? মতভেদ দুই বিচারপতির, মামলা গেল প্রধান বিচারপতির কাছে]

সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, “নিহতের ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। বাবু হকের ভারতীয় আধার কার্ড ও বাংলাদেশের ভোটার কার্ডও দেখান নিশীথ। তাঁর অভিযোগ, ভারতের আধার কার্ডে ওর নাম রয়েছে বাবু রহমান। আর বাংলাদেশে ভোটার কার্ডে নাম আব্দুর রহমান। সে আন্তর্জাতিক অপরাধী। তাঁকে না কি বাংলাদেশ ও রাজ্য পুলিশও গ্রেপ্তার করেছিল। বাবু হকের জবানবন্দিও প্রকাশ্যে আনেন নিশীথ। তৃণমূলকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একজন আন্তর্জাতিক অপরাধী তৃণমূলের কর্মী। আর তাঁর খুনের অভিযোগ বিজেপিক ঘাড়ে চাপানো হচ্ছে।” পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পালটা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দেগেছেন উদয়ন গুহ। তাঁর কখায়, “আমাদের দুর্ভাগ্য, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন একজন মূর্খ। একজন আন্তর্জাতিক দুষ্কৃতী যদি দেশে এসে বসে থাকে, দেশের আধার কার্ড জোগার করে থাকে, তাহলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। তাদের জবাবদিহি করা উচিৎ।”

[আরও পড়ুন: এজলাসে বসেই QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রকে ধরলেন হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement