Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নয়! রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার পিছু হঠলেন শুভেন্দু

বিভিন্ন সময়েই শুভেন্দু অধিকারী রাজ্যে ৩৫৫ ধারা জারি নিয়ে সরব হয়েছিলেন।

Panchayat Election: Suvendu Adhikari backtracks demand for President's rule in Bengal
Published by: Paramita Paul
  • Posted:July 17, 2023 5:40 pm
  • Updated:July 17, 2023 5:40 pm  

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার পিছু হঠলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি মন্তব্য করলেন রাষ্ট্রপতি শাসন করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চায় না। হাওড়ার পাঁচলার বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েতের কোলে পাড়া এলাকায় ঘরছাড়াদের এবং রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসে তিনি এমনই মন্তব্য করলেন।

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন সময়েই শুভেন্দু অধিকারী রাজ্যে ৩৫৫ ধারা জারি নিয়ে সরব হয়েছিলেন। এবার তিনি ৩৫৫ ধারা থেকে পিছু হঠে মন্তব্য করলেন, তাঁরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। শুভেন্দু অধিকারী বললেন, “আমরা ভোটে জিতে ক্ষমতা দখল করতে চাই। পিছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে তা চাই না। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা বেহাল।”

Advertisement

[আরও পড়ুন: বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে তোপ, মমতার প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!]

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি শাসন তো রাজ্যপালকে রেকমেন্ড করতে হবে, ক্যাবিনেটকে ঠিক করতে হবে। যে দল দেশ চালাচ্ছে সেই দলের আমি বিধায়ক। এভাবে আমার পক্ষে এভাবে বলা উচিত নয়। আমি বারেবারে দাবি করেছি আইনশৃঙ্খলা রক্ষা করতে রাজ্যের পুলিশমন্ত্রী, রাজ্যের পুলিশ ব্যর্থ। বারবার হাই কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে।” ৩৫৫ ধারা জারি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “৩৫৫ লাগু করার মালিক আমি নয়। আমি দাবি করতে পারি। পরিস্থিতিটা বলতে পারি । ৩৫৫ লাগু হতে পারে তিনটি পদ্ধতিতে। একটা কোর্টের অর্ডারে, একটা রাজ্যপালের সুপারিশে আর একটা রাজ্য মন্ত্রিসভার সুপারিশে। মণিপুরে মন্ত্রিসভার সুপারিশে সেটা হয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সেটা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন লাগাতে চান। বিরোধীদের শেষ করতে চান।” তিনি আরও জানান, “মহামান্য রাজ্যপাল মহোদয় দেখেছেন ঘুরেছেন। তাঁর সাড়ে সাত হাজার অভিযোগের একটিরও সুরাহা তিনি করতে পারেননি। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে সুপারিশ করা উচিত। তিনি কী করবেন সেটা মহামান্য রাজ্যপালের বিষয়।”

পালটা তৃণমূলের দাবি, “রাজ্যে ৩৫৫ ধারা জারি করাতে মঞ্চ তৈরি করছেন শুভেন্দু অধিকারী। গরিব মানুষকে গরিবের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছেন। রক্ত চাইছে ওরা। রক্তের রাজনীতি করছে।”

[আরও পড়ুন: ‘এত রাজনৈতিক মামলা কেন?’, বিরক্ত হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement