শাহাজাদ হোসেন, ফরাক্কা: ফের মুর্শিদাবাদে চলল গুলি। এবার গুলি চালানোর অভিযোগ খোদ সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর জখম এক কংগ্রেস কর্মী। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বিধায়কের গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও কংগ্রেস কর্মী-সমর্থকরা। অবরোধ করে ৩৪ নম্বর জাতীয় সড়কের ডাক বাংলা মোড়।
সামনেই পঞ্চায়েত ভোট। সেই কারণেই রবিবার সন্ধেয় সামশেরগঞ্জের তিন পাখুরিয়া পঞ্চায়েতের বাবুপুর এলাকায় প্রচার চালাচ্ছিল কংগ্রেস। কংগ্রেসের ৪ নম্বর জেলা পরিষদের প্রার্থী আনারুল হকের প্রচার চলছিল। অভিযোগ, আচমকা তৃণমূল বিধায়ক আমিরুল ইসালম সেখানে যান। গাড়ি থেকে নেমে নিজেই গুলি চালান আনারুলকে লক্ষ্য করে। কিন্তু ঘটনাচক্রে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। গুলি লাগে বছর আঠেরোর কংগ্রেস কর্মী আরিফ শেখের পেটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।
প্রথমে আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠানো হয়েছে। এদিকে আমিরুল ইসলামের গ্রেপ্তারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সামশেরগঞ্জ। থানা ঘেরাও করেছে কংগ্রেস। সব মিলিয়ে রণক্ষেত্র এলাকা। যদিও বিধায়ক আমিরুল ইসলাম জানান, “আমি বাবুপুরে গাড়ি নিয়ে প্রচারে গেলে কংগ্রেস দুষ্কৃতীরা আমার উপর চড়াও হয়। গাড়ি ভাঙচুড় করে। আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.