Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: পঞ্চায়েত ভোটের প্রচারে ফের ঝরল রক্ত, গোসাবায় গুলিবিদ্ধ ১, উদ্ধার বোমা-আগ্নেয়াস্ত্র

সালারে বামেদের প্রচারে হামলার অভিযোগ।

Panchayat Election: RSP suffering from bullet injury in Gosaba | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 27, 2023 11:54 pm
  • Updated:June 27, 2023 11:54 pm  

দেবব্রত দাস ও চন্দ্রজিৎ মজুমদার: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে ফের ঝরল রক্ত। মঙ্গলবার রাতে গোসাবায় গুলিবিদ্ধ এক আরএসপি কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পালটা দাবি, কয়েকজন আরএসপি কর্মী মিলে তাঁদের খুন করতে এসেছিল। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই গুলিবিদ্ধ হয়েছেন ওই আরএসপি কর্মী। এদিকে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল ভাঙড়, ক্যানিংয়ের নাম। এবার প্রচার পর্বে রক্ত ঝরল গোসাবায়। গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অশান্তিততে উত্তপ্ত ছিল গোসাবার পাঠানখালি বটতুলি এলাকা। এদিন সেখানেই ফের অশান্তি ছড়ায়। গুলিবিদ্ধ হয় এক রাজনৈতিক কর্মী। নাম সাইফুল মোল্লা। এলাকায় আরএসপি কর্মী হিসেবেই পরিচিত। গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সেনায় যোগ দিতে চেয়েছিলেন মমতা, ছেলেবেলার ইচ্ছের কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী]

তৃণমূলের অভিযোগ, এদিন সন্ধেয় ৬ জন আরএসপি কর্মী তৃণমূলের উপর হামলা চালায়। তাঁদের খুন করতে এসেছিল বলে খবর। পাল্টা প্রতিরোধ করে তৃণমূল। সেইসময় নিজেদের ছোঁড়া গুলিতেই জখম হন আরএসপি কর্মী। এদিকে ৬ হামলাকারীকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তাঁরা এখনও এলাকায় তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৭টি বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

অন্যদিকে বাম দলের প্রচার মিছিল লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকায়। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটে সালার থানা এলাকার কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধোনডাঙ্গা গ্রামে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে বোমাবাজির ঘটনায় হতাহতের কেউ খবর নেই পুরো ঘটনার খোঁজখবর শুরু করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে।

[আরও পড়ুন: বারাকপুরের পুনরাবৃত্তি মালদহে, সোনার দোকানে লুটপাট, বাধা দিতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement