Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

বাজি বিস্ফোরণে গিয়েছে ১২টি প্রাণ, সেই খাদিকুল গ্রাম এবার বিজেপির দখলে

আগেরবার এই পঞ্চায়েতের প্রধান ছিলেন নির্দল সমর্থক।

Panchayat Election: Khadikul village panchayat seat won by BJP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 11, 2023 10:27 pm
  • Updated:July 11, 2023 10:38 pm  

স্টাফ রিপোর্টার: পূর্ব মেদিনীপুরের ওড়িশা সীমানা লাগোয়া এগরা ১ ব্লকের খাদিকুল গ্রাম। মাস দুয়েক আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল গ্রাম। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রত্যন্ত এই গ্রাম। তৃণমূল নেতা ভানু বাগের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই খাদিকুলে জয় পেল বিজেপি। খাদিকুলে ৮২ ভোটে জয়ী হলেন বিজেপির পুষ্পলতা সাউ।

খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সাহাড়া গ্রাম পঞ্চায়েতও এবার দখলে গিয়েছে বিজেপির। নির্বাচনের আগে নির্দল প্রার্থী এই গ্রাম পঞ্চায়েতে (Panchayat Election 2023) তৃণমূলের সমর্থনে প্রধান ছিলেন। তার আগে সাহাড়া গ্রাম পঞ্চায়েতের দু’বারের প্রাক্তন প্রধানকে ছিলেন শান্তিলতা দাস। সেই শান্তিলতা দাসও এবার শিবপুর গ্রামসভা থেকে ৫২ ভোটে পরাজিত হতে হয়েছে। এই শান্তিলতা দাসের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনেছিল নির্দল ও তৃণমূল। পরে নির্দলের প্রধান হয়। এবার এই পঞ্চায়েত বিজেপি দখল করল।

Advertisement

[আরও পড়ুন: ‘মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভাল হত’, দুঃখপ্রকাশ পার্থ চট্টোপাধ্যায়ের]

সার্বিকভাবে এই সাহাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে বিজেপি। বাকি ৪টি আসনে জয় পেয়েছে তৃণমূল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সাহাড়া গ্রাম পঞ্চায়েত এবং সাদিকুল গ্রামে জিতছে বিজেপি।

[আরও পড়ুন: কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় চাপে ব্রিজভূষণ, চার্জশিটে কড়া শাস্তির সুপারিশ]

প্রসঙ্গত, কিছুদিন আগে খাদিকুলে তৃণমূল নেতার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তাতে ১২ জনের মৃত্যুর পর বিতর্কের ঝড় ওঠে। অভিযোগ ওঠে, আসলে বোমা বাঁধা হচ্ছিল ওই কারখানায়, আর তাতেই বিস্ফোরণ। ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামে তৃণমূল। এই বাজি কারখানার বিস্ফোরণকে হাতিয়ার করে বিজেপিকে প্রতিষ্ঠা করতে ময়দানে নামে শুভেন্দু অধিকারী। এবার সেই পঞ্চায়েত বিজেপি দখল করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement