ধীমান রায়, কাটোয়া: পঞ্চায়েত নির্বাচনের মুখেই ফের বোমার মশলা উদ্ধার হল কাটোয়ায়। এবার কাটোয়ার গুসুম্বো গ্রামে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর বাড়ি থেকে প্রচুর বোমার মশলা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীকে। পুলিশ জানায়, ধৃতের নাম মিঠুন দাস। তাঁকে সোমবার রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) দিনক্ষণ ঘোষণা হতেই এলাকায় এলাকায় রুটমার্চের পাশাপাশি তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত কাটোয়ার মুলটি,নতুনগ্রাম, গুসুম্বা প্রভৃতি গ্রামে পুলিশ তল্লাশি চালায়। জানা যায় এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গুসুম্বা গ্রামে মিঠুন দাসের বাড়িতে তল্লাশি চালায়। জানা গিয়েছে, মিঠুন দাসের স্ত্রী স্বপ্না দাস আলমপুর পঞ্চায়েতের ২৩৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মিঠুনবাবু মাছের ব্যবসা ও মাছচাষ করেন। তাঁর বসবাসের ঘরের পাশে একটি চালাঘর রয়েছে। সেখানে মাছচাষের জন্য বিভিন্ন প্রয়োজনীয় মালপত্র, মাছের খাবার, ওষুধ ইত্যাদি রাখা থাকে। ওই ঘরের ভিতরেই পুলিশ বেশকিছু বোমার মশলা, বোমা বাঁধার জন্য, পেরেক, পাথরকুচি, সুতলি ইত্যাদি নজরে পড়ে পুলিশের। সেগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি মিঠুন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, আরও বেশকিছু বোমা বাঁধার মশলা মিঠুন দাসের বাড়িতে ছিল। পুলিশ আসার খবর পেয়ে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, ২৩৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছেন সিপিএমের প্রার্থী রীনা দাস। তাঁর অভিযোগ, শাসকদলের লোকজন ভোট লুট করার উদ্দেশ্যে এলাকায় বোমা জড়ো করছিল। এটাই তার প্রমাণ। যদিও তৃণমূল প্রার্থী স্বপ্না দাসের দাবি, “আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।”
উল্লেখ্য, গত শনিবার আলমপুর পঞ্চায়েতের অর্জুনডিহি গ্রামে হিজাবুল শেখ নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে প্রচুর পরিমাণে বোমার মশলা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একটি কার্বাইন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই হিজাবুল শেখ ফেরার ছিল। তাকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.