Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: দিকে দিকে উদ্ধার ব্যালট, গণনায় কারচুপির অভিযোগে আদালতে পুরুলিয়ার কংগ্রেস, BJP নেতৃত্ব

কংগ্রেসের তরফে জোড়া মামলা দায়ের হতে চলেছে হাই কোর্টে।

Panchayat Election: Congress and BJP files case on finding ballot paper here and there in Purulia | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2023 5:07 pm
  • Updated:July 16, 2023 5:42 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সাঁতুড়ি, নিতুড়িয়ার পর এবার ঝালদায় ভোট দেওয়া ‘বৈধ’ ব্যালট উদ্ধার ঘিরে পুরুলিয়ার (Purulia) জেলার বিরোধী রাজনৈতিক মহলে শোরগোল। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote)গণনা শেষ হয়ে গিয়েছে দিন চারেক হল। তারপরও বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে ব্যালট। শনিবার বিকেলে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের হাটবাগান এলাকায় একাধিক ব্যালট নজরে পড়ে এলাকার মানুষজনের। হইচই শুরু হতেই ঝালদা থানার পুলিশ সেখানে গিয়ে ব্যালটগুলি (Ballots) উদ্ধার করে। আর এই ঘটনার পর ২১ নং জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী পঞ্চানন মাহাতো কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন। পাশাপাশি আরও এক কংগ্রেস (Congress) প্রার্থীও আদালতের দ্বারস্থ হচ্ছেন। অন্যদিকে, বিজেপির (BJP) তরফে একই অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার পুরুলিয়ার ঝালদা ২ নং ব্লকে উদ্ধার হয় বেশ কিছু ব্যালট। সেসব জেলা পরিষদের ২১ নম্বর আসনের তৃণমূল (TMC) প্রার্থী বিনয় কুমারকে ভোট দেওয়া। ওই আসনে অবশ্য তৃণমূল প্রার্থী জিতে গিয়েছেন। আর তার পরিপ্রেক্ষিতেই হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস প্রার্থী পঞ্চানন মাহাতো। এছাড়া ১৪ নং জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী বিপ্রদাস মাহাতোও গণনায় কারচুপির অভিযোগে মামলা দায়ের করতে চলেছেন। আগেই তাঁরা আবেদন করেছিলেন আদালতে। গ্রহণযোগ্যতা থাকায় মামলা দায়েরের অনুমতি মিলেছে বলে খবর। সোমবার তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করলে শুনানির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে দল পাঠাচ্ছে নবান্ন, নেতৃত্বে সেচমন্ত্রী, টুইট মুখ্যমন্ত্রীর]

এ নিয়ে পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “আমি প্রথম থেকে বলে আসছি, গণনায় কারচুপি হয়েছে। যে ব্যালটগুলি উদ্ধার হয়েছে, সেগুলো ব্যালট বক্সে ঢোকানোর চেষ্টা হয়। তা সম্ভব না হওয়ায় এইভাবে জনবসতি এলাকায় পাওয়া যাচ্ছে।” পুরুলিয়ার সাঁতুড়ি, নিতুড়িয়া, ঝালদা – তিন জায়গায় এখনও পর্যন্ত ব্যালট উদ্ধার হয়েছে। সাঁতুড়িতে এনিয়ে বিডিও অফিস ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়। অন্যদিকে, জেলা বিজেপি নেতৃত্বও গণনায় কারচুপির অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে। জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা অথবা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মামলা দায়ের করতে পারেন।

[আরও পড়ুন: বন্ধুর অসুস্থতার খবর পেয়ে দিল্লি রওনা, সুকন্যার সঙ্গে দেখা করেও ‘মনমরা’ সুতপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement