Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হাওড়ার শ্যামপুর, ব্যাপক বোমাবাজি, ছোঁড়া হল অ্যাসিড

গোপালনগরে আক্রান্ত পুলিশ।

Panchayat Election: Clash broke out between two group of TMC worker | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 14, 2023 10:29 am
  • Updated:July 14, 2023 1:15 pm  

মনিরুল ইসলাম ও জ্যোতি চক্রবর্তী: ভোট মিটলেও অশান্তি যেন কিছুতেই থামছে না। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার (Howrah) শ্যামপুর। মুড়মুড়কির মতো পড়ল বোমা। বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পুলিশ ও ব়্যাফ।

জানা গিয়েছে, হাওডার শ্যামপুরের ১ নম্বর ব্লকের বেলাড়ির বেতবেড়িয়ায় তৃণমূলের নব্য ও পুরনোদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই অশান্তিই বিরাট আকার নিল বৃহস্পতিবার রাতে। অভিযোগ, এদিন নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর দুই নেতা শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি ও ইট বৃষ্টি শুরু হয়ে যায় দু’পক্ষের। চলে বাড়ি ভাঙচুর, ছোঁড়া হয় অ্যাসিডের বোতল। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে উলুবেড়িয়ার এসডিপিওর নেতৃত্ব ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় ব়্যাফ। গভীর রাত পর্যন্ত ধড়পাকড়। ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। এলাকা থমথমে। পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: মীনাক্ষীর দায়িত্বে থাকা সালানপুরে দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম!]

এদিকে পঞ্চায়েত ভোটে কারচুপি করে জেতার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করে বিজেপি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অভিযোগ তিনি বক্তব্য শেষ করে চলে যাওয়ার পরই বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল মারা হয়৷ এতে কয়েকজন পুলিশ কর্মী জখম হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি উচিয়ে তাড়া করে বিজেপি কর্মী-সমর্থকদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। গভীররাত পর্যন্ত সিআরপিএফ ও পুলিশ বাহিনী এলাকায় টহলদারি করেছে ৷

[আরও পড়ুন: মুর্শিদাবাদে ভোট হিংসার বলি আরও ১, হাসপাতালে ৭ দিন লড়াইয়ের পর মৃত্যু তৃণমূল কর্মীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement