সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যপালের সফরের দিনেও ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে গেল দুই কংগ্রেস কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতরা ভরতি জঙ্গিপুর হাসপাতালে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুরের বাসিন্দা আবদুল লতিফ ও আফতারুল শেখ। আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তোফাপুরের একটি আমবাগানে বোমা বাঁধা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, সেখানেই ঘটে বিস্ফোরণ। গুরুতর জখম হন আবদুল লতিফ ও আফতারুল শেখ। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতেই তাঁদের ভরতি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এদিকে বীরভূম থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ২০০ টি বোমা।
এদিকে ইতিমধ্যেই কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা ১২ টায় ডোমকল পৌঁছনোর কথা তাঁর। পরিদর্শন করবেন অশান্ত এলাকা। কথা বলবেন মৃতের পরিবারের সঙ্গে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর মিলেছে। প্রাণ গিয়েছে ১৮ জনের। জখম বহু। অশান্তির খবর পেয়েই বারবার ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্যপাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.