Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

‘গণনা অবধি বজায় থাক শান্তি’, মনোনয়ন জমার পর্বে TMC বিধায়কের কাছে আরজি BJP নেতার

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন তৃণমূল বিধায়কও।

Panchayat Election: BJP leader and TMC MLA showed greetings to each other | Sangbad Pratidin

ছবি: জয়ন্ত দাস

Published by: Sulaya Singha
  • Posted:June 13, 2023 8:10 pm
  • Updated:June 15, 2023 4:29 pm  

ধীমান রায়,কাটোয়া: বিগত বিধানসভা নির্বাচনে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্ধন্দ্বী। পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে তদারকি করতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ার। অফিসের বাইরে বেরিয়ে আসার পর তাঁর সঙ্গে দেখা হয়ে যায় তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। বিধায়ককে সামনে পেয়ে মহেন্দ্রনাথ কোঁয়ার তাঁর কাছে আরজি রাখলেন, “এখনও পর্যন্ত সবকিছুই শান্তিপূর্ণভাবে হচ্ছে। একটু দেখবেন যাতে গণনার দিন পর্যন্ত এমন সুশৃঙ্খলভাবে কাটে‌।” তাঁকে আশ্বস্তও করেন মানগোবিন্দবাবু। সৌজন্য দেখিয়ে তিনি মহেন্দ্রনাথকে বলেন, “নিশ্চয়ই দেখব। আমাদের এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই হবে। যদি সমস্যা হয় পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাকেও বলবে। আমি সহযোগিতা করব।” মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন অশান্তির মাঝেও এমনই সৌজন্যের ছবি ধরা পড়ল ভাতারে।

সোমবার ভাতারে মনোনয়ন দাখিল করে বেরিয়ে আসার সময় ভাতারের এক সিপিএম নেতাকে সৌজন্য দেখিয়ে সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করে সৌজন্য দেখিয়েছিলেন মানগোবিন্দ অধিকারী। আর আজ, মঙ্গলবার বিধায়ক বিডিও অফিসের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় দেখা হয় ভাতারের বিজেপি নেতা মহেন্দ্রনাথের। তাঁদের দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে যান। সৌজন্য বিনিময় করে মানগোবিন্দবাবু মহেন্দ্রনাথকে হাসি হাসি মুখে জিজ্ঞাসা করেন, “কেমন দেখছো?”

Advertisement

[আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির দিনেই সৌজন্যের ছবি শালবনীতে, দিলীপ ঘোষকে ORS ও ঠান্ডা জল দিলেন TMC কর্মীরা]

মহেন্দ্রনাথ কোঁয়ার কিছুটা রসিকতা করেই মানগোবিন্দকে বলেন, “দাদা, এখনও পর্যন্ত আমাদের এলাকায় সবকিছু শান্তিপূর্ণ। তবে দেখবেন গনণার দিন পর্যন্ত যেন এভাবেই সব মিটে যায়।” সঙ্গে যোগ করেন, “আমরা পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি। এলাকায় কোনও ঝামেলা হয়নি। বিধায়কও সবার সঙ্গে যথেষ্ট সৌজন্য দেখাচ্ছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক পরিবেশ এমনই হওয়া উচিত।” পালটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন মানগোবিন্দ।

গত শুক্রবার থেকেই ভাতার ব্লকে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে প্রথমদিনে শুধুমাত্র সিপিএম ও বিজেপির প্রার্থীদেরই কয়েকজন মনোনয়নপত্র জমা দেন। সোমবার থেকে মনোনয়ন জমার সংখ্যা বেড়েছে। তবে গতকালই বিজেপির এক প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেওয়া নিয়ে প্রশাসনের কাছে নালিশ গিয়েছিল। এনিয়ে মহেন্দ্রনাথ কোঁয়ার বলেন, “বিষয়টি আমার সঠিক জানা নেই। যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে তো পুলিশের কাছে অভিযোগ জানানো হত। তেমন কিছুই ঘটেনি।”

[আরও পড়ুন: ওড়িশার টাটা স্টিল কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! আহত অন্তত ১৯]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement