Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Poll: এবার ভাতারে ভোটকেন্দ্রের পিছনের জঙ্গলে মিলল ব্যালট পেপার, চাঞ্চল্য এলাকায়

ঘটনার নেপথ্যে শাসকদল বলেই দাবি সিপিএমের।

Panchayat Election: Ballot paper found in Bardhaman | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2023 2:15 pm
  • Updated:July 15, 2023 3:54 pm  

ধীমান রায়,ভাতার: ভোটগণনা পর্ব মিটে যাওয়ার পরেও বিতর্ক থামছে না। এবার বেশকিছু ব্যালটপেপার উদ্ধার হল ভোটকেন্দ্রের পিছনে ঝোপের মধ্যে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে। জানা গিয়েছে, শনিবার ভাতার থানার সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের আয়মাপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ঝোপজঙ্গলের মধ্যে বেশকিছু ব্যালট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় সেগুলি দেখতে পান। ক্রমে এলাকায় জানাজানি হয়। সিপিএমের দাবি ওইসমস্ত ব্যালটের ওপর সিপিএমের প্রতীকেই ছাপ দেখতে পাওয়া গিয়েছে। সিপিএমের অভিযোগ শাসকদল এইসমস্ত ব্যালটগুলি সরিয়ে দিয়েছিল। এদিকে নয়াবাদ ও গড়বেতায় মিলেছে পোড়া ব্যালট।

জানা গিয়েছে, আয়মাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের ১৬৭ নম্বর বুথের ভোটগ্রহণ হয়েছিল। এই বুথে গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জোৎস্না বেগম। সিপিএমের প্রার্থী হাসনাবিবি শেখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বুথে মোট ভোটার ৮৪৯ জন। তার মধ্যে ভোট পড়েছিল ৫২০ টি। ভোট বাতিল হয় ৩৫ টি। ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোৎস্না বেগম পেয়েছেন ৩৪৫ টি ভোট। সিপিএমের প্রার্থী হাসনাবিবি পেয়েছেন ১৪০ টি ভোট। অর্থাৎ ফলাফলের নিরিখে ২০৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: সুকান্তর ‘দত্তক’ গ্রামে হার বিজেপির, ‘ত্যাজ্যপুত্র করেছে গ্রামবাসীরা’, কটাক্ষ তৃণমূলের]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আয়মাপাড়া গ্রামের কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় ওই স্কুলের পিছনে কিছু ব্যালট পড়ে থাকতে দেখেন। সেগুলি গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পৃথক পৃথক ব্যালট ছিল। ওভাবে ছাপ দেওয়া ব্যালট দেখতে পাওয়ার পরেই এলাকায় জানাজানি হয়। সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বামাচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,” শাসকদল মনোনয়নপত্র জমার সময় থেকেই সন্ত্রাস করেছে। ভোটের দিন আয়মাপাড়া গ্রামের বুথে আমাদের কাউন্টিং এজেন্টকে ভোট শুরুর কিছুক্ষণ পর মারধর করে বের করে দেওয়া হয়েছিল। এরপর আমাদের দলের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারের পর আর কিছু বুঝতে বাকি থাকে না। আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে।” তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশ বলেন,” আমার মনে হচ্ছে এটা সিপিএমেরই চক্রান্ত। পুলিশ উপযুক্ত তদন্ত করে দেখুক।”

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement