Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: ভাল কাজে মেয়াদ বৃদ্ধি, পরিষেবা না দিলে কড়া শাস্তি, আগাম হুঁশিয়ারি অভিষেকের

৬৪ টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করবেন নিজেই, ফালাকাটায় ঘোষণা তাঁর।

Panchayat Election: Abhishek Banerjee alerts Panchayat candidates for future to do good work | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 1, 2023 3:55 pm
  • Updated:July 1, 2023 4:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে গিয়ে আগাম পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা থেকে তিনি সাফ বললেন, ”পঞ্চায়েত ভোটে জিতে যদি কোনও প্রধান ভাবেন, মানুষের সঙ্গে যা খুশি তাই করবেন, তাহলে জেনে রাখুন আমি নিজে তিনমাস পরপর ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করব। কেউ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাঁকে বাদ পড়তেই হবে। আর ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে। আর নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।”

শনিবার ভোটের প্রচার সারতে ফালাকাটায় গিয়েছেন অভিষেক। জনসভা থেকে বিজেপি (BJP) বিরোধিতায় সুর চড়ানোর পাশাপাশি ভাবী পঞ্চায়েত প্রধানদের সতর্কবার্তা দিলেন তিনি। বললেন, ”ভোটে জিতে কোনও  প্রধান যদি মানুষের কাজ না করেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার। আর ভাল কাজ করলে তাঁর মেয়াদ বাড়ানো হবে। মনে রাখবেন, আমি নিজে ৬৪টা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) পর্যালোচনা করব তিন মাস পরপর। আবার আলিপুরদুয়ারে আসব ২ মাস পর।”

Advertisement

[আরও পড়ুন: ‘শুভ লাভ দেখলেই মনে পড়ে সেই কথা…’, ক্লাসরুমের গল্প শোনালেন আলাপন বন্দ্যোপাধ্যায়]

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”ভোটের পর দিল্লি যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হোন। নিজেদের বকেয়া আদায়ের জন্য আমি আপনাদের নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না দিনের পর দিন। আর নয়, এবার দিল্লি গিয়ে ধরনায় বসে নিজেদের দাবি আদায় করেই ফিরতে হবে।”

[আরও পড়ুন: ‘কবিতার দেশে’ পুড়ল গ্রন্থাগার, চারদিন ধরে দাঙ্গার আগুনে পুড়ছে ফ্রান্স]

নবজোয়ার কর্মসূচির মাঝে তাঁকে সিবিআই তলব নিয়ে এদিন অভিষেক সুর চড়ান। বলেন, ”কীভাবে আমাদের প্রচারে বাধা দেওয়া যায়, তার জন্য কতভাবে চেষ্টা করেছে। গত কয়েক বছরে সিবিআই ডাকছে, ইডি ডাকছে। আমি সাধ্যমতো সহযোগিতা করেছি। কিন্তু এটা তো হেনস্থা।” এদিন আলিপুরদুয়ারের পর রবিবার সম্ভবত মালদহে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement