কল্যাণ চন্দ, বহরমপুর: রাজ্যে ভোট হিংসার বলি আরও ১। ভোটের দিন অশান্তিতে জখম সিপিএম কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
মনোনয়ন পর্ব থেকে অশান্তি শুরু বাংলায়। কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছিল রাজ্য। প্রায় প্রতিদিনই রক্ত ঝড়েছে। প্রাণহানি হয়েছে। ভোটের দিনে সংঘর্ষে প্রাণ গিয়েছে ১৯ জনের। আহত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বহু কর্মী-সমর্থকরা। তাঁদের মধ্যেই ছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুরের বাসিন্দা রিন্টু শেখ। সিপিএম কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। ভোটের দিন গুরুতর জখম হন তিনি। অভিযোগ ছিল, তৃণমূলের তরফে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। জখম অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় রিন্টুকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। রবিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই সিপিএম কর্মী। প্রসঙ্গত, সিপিএমের অভিযোগ, বুথ জ্যামের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সিপিএমের উপর চড়াও হয় তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাই আক্রমণ করেছিল রিন্টুকে। তাঁরাই খুন করেছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.