Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: সুযোগ এলেও দলবদল করেননি, কাটোয়ায় বামেদের ভরসা সেই অশীতিপর রামচন্দ্র মণ্ডল

চাষ করেই সংসার চলে বৃদ্ধের।

Panchayat Election: A 80 Year old man to fight for CPM in Panchayat Poll | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 25, 2023 8:55 pm
  • Updated:June 25, 2023 8:55 pm  

ধীমান রায়, কাটোয়া: তিনবারের পঞ্চায়েত সদস্য ছিলেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই দলবদল করে চলে গিয়েছেন। কিন্তু বাম আদর্শের প্রতিই আস্থা রেখেছেন কাটোয়ার চরবিকিহাটের রামচন্দ্র মণ্ডল। সিপিএমেরও ভরসা অশীতিপর রামচন্দ্র।

কাটোয়া ১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের চরবিকিহাটে ২১ নম্বর সংসদ থেকে এবারেও গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএমের হয়ে লড়ছেন ৮০ পার করা বৃদ্ধ রামচন্দ্র মণ্ডল। ১৯৯৮, ২০০৩ এবং ২০১৩ এই তিনবার পঞ্চায়েত নির্বাচনে ওই আসন থেকে সিপিএমের হয়ে জয়ী হয়ে এসেছেন রামচন্দ্র। এবারেও সিপিএমের হয়ে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাসস্থান বলতে দরমার বেড়া দেওয়া টিনের ছাউনি একচিলতে ঘর। সম্বল বলতে বিঘা দুয়েক জমি। তিনি নিজে তাঁত শ্রমিক। দুই ছেলে চার মেয়ের সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। ছেলেরা আলাদা থাকেন। স্ত্রী সুখলতা মণ্ডলকে নিয়ে থাকেন রামচন্দ্রবাবু।

Advertisement

[আরও পড়ুন: দুষ্কৃতীদের মারে পা ভাঙলেও মন চাঙ্গা! সাইকেল নিয়ে দিনভর প্রচারে ৭২’এর কংগ্রেস প্রার্থী]

তিনি জানান, ষাটের দশকের প্রথমদিকে বাবার হাত ধরে তিনি বাংলাদেশের ফরিদপুর থেকে এই দেশে এসেছিলেন। তাঁতশ্রমিকের কাজ করতে করতেই বামপন্থী আন্দোলনের সংস্পর্শে আসেন। সেই থেকেই আজও সিপিএমের সঙ্গেই রয়ে গিয়েছেন রামচন্দ্র মণ্ডল। তিনি বলেন, “এখন বয়সের কারণে যদিও আর তাঁত চালাতে পারি না। নিজের জমিটুকুতে সবজি চাষ করেই কোনওরকমে পেট চলে যায়। এর আগের নির্বাচনে জয়লাভ করার পর আমার কাছে অনেকবারই দলবদলের প্রস্তাব এসেছিল। কিন্তু আমি আমার এলাকার ভোটারদের সঙ্গে বেইমানি করিনি। করতেও চাই না।” এই বয়সে এখনও নিজে হাতে বাঁশের কঞ্চি কেটে পতাকা বেঁধে ভোটের প্রচার করছেন রামচন্দ্রবাবু। পার্টির কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রচার সারছেন।

জানা গিয়েছে, খাজুরডিহি পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের আসনে ত্রিমূখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে রামচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়া বিশ্বাস সরকার এবং বিজেপির প্রার্থী হয়েছেন নিলেশ মণ্ডল। তারা রামচন্দ্রবাবুর থেকে বয়সে যথেষ্ট নবীন।আশি বছর বয়সেও তাদের সঙ্গে ভোটপ্রচারে টক্কর দিচ্ছেন সিপিএমের প্রার্থী রামচন্দ্র মণ্ডল।

[আরও পড়ুন: দুই হকার দলের সংঘর্ষে রণক্ষেত্র ট্রেনের কামরা! বাধা দিয়ে পাথরের ঘায়ে জখম যাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement