Advertisement
Advertisement

Breaking News

TMC candidate Sujay Banerjee

Panchayat Poll: ‘চুপ করুন, ৫০টা ভোট আমাদের ছেলেরা দেবে’, পুরুলিয়ার TMC প্রার্থীর ভাইরাল ভিডিওয় বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার ঝড়।

Panchayat Election 2023:TMC candidate of Purulia allegedly said party workers will vote 50 times! । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2023 4:57 pm
  • Updated:July 9, 2023 5:02 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটের (Bengal Panchayat Election ) দিন ভোটকেন্দ্রে ঢুকে হুমকি! জোর করে ভোট দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার ঝড়। বিতর্কে বিদায়ী সভাধিপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের ২৮ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেন SangbadPratidin.in। এদিকে, সুজয়বাবুর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে পুঞ্চা থানার সামনে বিক্ষোভ কুড়মিদের। 

Puncha Agitation

Advertisement

ভোটের ঠিক পরদিনই পুরুলিয়া জেলা পরিষদের ২৮ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাঁকে রীতিমতো হুমকি দিতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে সুজয়বাবু বলছেন, “৫০টা ভোট আমাদের ছেলেরা দেবে। আপনি চুপচাপ থাকুন।” সম্ভবত প্রিসাইডিং অফিসারকে এই হুমকি দিয়েছেন বলেই দাবি বিরোধীদের। যদিও হুমকি দেননি বলেই দাবি সুজয়বাবুর। তাঁর সাফাই, “আমি প্রার্থী। আমার কাছে খবর আসে যাঁরা স্লিপ চাইছেন, তাঁদের দেওয়া হচ্ছে না। আমার কাছে যখন খবর আসে, তখন অনেক দূরে। গিয়ে শুনি ৫টা বাজার আগেই ভোট বন্ধ হয়ে যায়। বিজেপি ও সিপিএমের ছেলেরা বুথের ভিতরে বসে ভোট পরিচালনা করছে। সেটা দেখার পর আমি জিজ্ঞেস করলাম ভোট কতক্ষণ? কতগুলি স্লিপ ইস্যু করেছেন? অপপ্রচারের জন্য ভাইরাল করেছে ভিডিওটি।”

[আরও পড়ুন: আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের সিঁড়ি, আটকে কমপক্ষে ৫৪ বাসিন্দা, চাঞ্চল্য কলকাতায়]

ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর। বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “পুলিশ ভাল কাজ করেছে। তাই কোনও অশান্তি হয়নি। কিন্তু তৃণমূল নেতারা বুথে বুথে ছাপ্পা দিয়েছেন। বিদায়ী সভাধিপতি হেরে যাবেন বলেই বুথে দলবল নিয়ে ছাপ্পা দেন।” সিপিএমের জেলা সম্পাদক তথা বামফ্রন্টের জেলা আহ্বায়ক প্রদীপ রায়েরও দাবি প্রায় একইরকম। তিনি বলেন, “একে শান্তির ভোট কোনভাবেই বলতে পারব না। বিদায়ী সভাধিপতি ছাপ্পা দিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন।” এদিকে, সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে পুঞ্চা থানায় বিক্ষোভ কুড়মি সংগঠনের সদস্য-সহ সাধারণ মানুষের।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সামান্য বচসার জের, কর্মচারীকে পুড়িয়ে মারল দোকানের মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement