চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: রাজনীতিতে কোনওদিনই দেখা যায়নি তাঁকে। পঞ্চায়েত ভোটের আগে চর্চাতেও ছিলেন না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপাতত জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) স্ত্রী, পেশায় স্কুল শিক্ষিকা টগরী সাহা। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি বৃহস্পতিবার মনোনয়ন (Nomination) দাখিল করলেন বড়ঞার পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে। তবে নির্দল প্রার্থী হিসাবে। কারণ, তাঁর নাম তৃণমূলের প্রার্থী তালিকায় নেই। বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে তালিকা রয়েছে তৃণমূলের (TMC) প্রার্থী কেরিমা বিবির নাম। কেরিমা বিবি মনোয়ন দাখিল করেছেন বুধবার। তাহলে কেন টগরী সাহার মনোনয়ন? এই প্রসঙ্গে প্রশ্ন এড়িয়েছেন তিনি।
তবে টগরীর ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, শেষ পর্যন্ত তাঁকেই প্রতীক দেবে দল। সেই আশ্বাস পেয়েই মনোনয়ন পেশ করেছেন তিনি। এদিকে স্ত্রী টগর সাহা যে পঞ্চায়েতে প্রার্থী হচ্ছেন, তা বৃহস্পতিবার পর্যন্ত জানেনই না তাঁর বিধায়ক স্বামী জীবনকৃষ্ণ সাহা। এদিন আলিপুরে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে ঘনিষ্ঠ মহলে জীবনকৃষ্ণ দাবি করেছেন, স্ত্রী যে মনোনয়ন পেশ করছেন, তা তিনি আদালতে উপস্থিত পরিচিতদের কাছ থেকে খবর পান। সাধারণত তিনি স্বামীর সঙ্গে দেখা করতে আসেন আদালতে পেশ করার দিন। কিন্তু এদিন আসেননি।
যদিও ঘনিষ্ঠ মহলে জীবনকৃষ্ণ জানিয়েছেন, ‘‘অন্য দল থেকে স্ত্রী দাঁড়ালে তা কখনওই সমর্থন করি না। আমি তৃণমূল করি, তাই অন্য কিছু ভাবব না। আমার সঙ্গে স্ত্রীর এই নিয়ে কোনও কথা হয়নি। তবে উনি স্বাধীন মানুষ নিজের সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে আমার সমর্থন নেই।’’ একইসঙ্গে ঘনিষ্ঠদের তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘আমি স্ত্রীকে জানাব, তিনি যেন মনোনয়ন তুলে নেন।’’
বৃহস্পতিবার তখন দুপুর ১২টা। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বোলেরো গাড়িতে চেপেই তাঁর স্ত্রী টগরী সোজা এসে নামেন ব্লক অফিসের গেটে। দু’জন যুবককে সঙ্গে নিয়ে তিনি সোজা ঢুকে যান নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে। সব কাগজপত্র জমা দিয়ে সই করে পাঁচ মিনিটের মধ্যেই ঘর থেকে বেরিয়ে যান। তবে কারও সঙ্গে কোনও কথাবার্তা বলেননি। সংবাদমাধ্যমের কর্মীদের প্রশ্ন এড়াতে মুখ নিচু করে সোজা গিয়ে গাড়িতে উঠে বসেন। তিনি যখন গাড়ি থেকে নেমে মনোনয়নের জন্য ঢোকেন, তখনই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে। তবে তারও কোনও উত্তর তিনি দেননি। উল্লেখ্য, মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন। টগরী সাহা আন্দির এক সরকারি স্কুলের শিক্ষিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.