Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: ‘বিরোধী মারে’ ভাঙড় পুড়লেও শওকত-আরাবুলের ‘জায়গিরে’ শেষ হাসি তৃণমূলেরই

ভোটের আগেই রাজ্য়ের ১২ শতাংশ পঞ্চায়েত আসনে জয়।

Panchayat Election 2023: TMC won lot of seats in S 24 Parganas uncontested | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 24, 2023 5:01 pm
  • Updated:June 24, 2023 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই রাজ্যের ১২ শতাংশ পঞ্চায়েত (Panchayat Election 2023) আসনে জয়। রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে ৭৩ হাজার ৮৮৭টি আসনের মধ্যে বিনা লড়াইয়ে জয়  এসেছে ৯ হাজার ৯টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সবথেকে বেশি সংখ্যক পঞ্চায়েত আসন জিতেছে দক্ষিণ ২৪ পরগনায়।

ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। আবার অনেক সময় প্রার্থীপদ প্রত্যাহারও করেন বিরোধীরা। অভিযোগ করেন, রাজ্যের শাসকদলের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করতে হয় তাঁদের। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রিপোর্ট প্রকাশ করল কমিশন।

Advertisement

[আরও পড়ুন: ‘পঞ্চায়েতের হাল ফেরাও, গ্রাম বাংলায় লাল ফেরাও’, ভোট চাইতে গান বাঁধল বামেরা]

জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরের ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্য়ে বিনা লড়াইয়ে ৮ হাজার ২টি আসনে জয় এসেছে। পঞ্চায়েত সমিতি স্তরে ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে দখলে এসেছে ৯৯১ টি আসন আরও জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে জিতে গিয়েছে ১৬টি আসনে। তবে সবচেয়ে বেশি সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে দক্ষিণ ২৪ পরগনায়। কমিশনের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ৬ হাজার ৩৮৩টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১ হাজার ৭৬৭টি-তে। পঞ্চায়েত সমিতির ৯২৬টি আসনের মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল। আর জেলা পরিষদের ৮৫টি আসের মধ্যে রাজ্যের শাসকদল জিতেছে ৩টি-তে।

উল্লেখ্য, মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা। ভাঙড়, ক্যানিং থেকে একাধিকবার অশান্তির খবর মিলেছে। এমনকী, প্রাণ গিয়েছে ৩ জনের। জখম হয়েছেন আরও ৫ জন। মনোনয়নে কারচুপি নিয়েও অভিযোগ উঠেছে লাগাতর। পালটা বিজেপির ইন্ধনে আইএসএফের তাণ্ডবের অভিযোগও উঠেছে। এর মধ্যেই কমিশনের এই রিপোর্ট ঘিরে শোরগোল শুরু।

[আরও পড়ুন: পঞ্চায়েতে গোঁজ প্রার্থী নিয়ে কড়া শাসকদল, অভিষেকের নির্দেশে ৫৬ নেতাকে সাসপেন্ড তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement