Advertisement
Advertisement

Breaking News

TMC and BJP clashed in Cooch Behar

Panchayat Election 2023: ভোটের আগে আবারও উত্তপ্ত কোচবিহার, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল গুলি, পুড়ল বাইক

তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি হামলা চালায় বলেই অভিযোগ।

Panchayat Election 2023: TMC and BJP clashed in Cooch Behar । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 28, 2023 4:46 pm
  • Updated:June 28, 2023 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে ফের উত্তপ্ত কোচবিহার। দিনহাটার পর এবার ঘটনাস্থল শীতলকুচি। ডাকঘড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় গুলি চলে বলেও অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় মোটরবাইকে। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

তৃণমূলের দাবি, এদিন দুপুরে বাইক চড়ে বেশ কয়েকজন ডাকঘড়ায় তৃণমূল কার্যালয়ের সামনে আসে। সেখানে হামলা চালানোর চেষ্টা করে তারা। তাতেই বাধা দেয় তৃণমূল। তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি কর্মী-সমর্থকরা মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, গুলিও চালানো হয়।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে গ্রেপ্তারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে সৌমিত্র খাঁ]

যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষ সামাল দেয়। জ্বলন্ত মোটরবাইকের আগুন নেভানো হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে বারবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে খুন করলেন বাবা, খবর পেয়ে আত্মঘাতী প্রেমিকও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement