Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: BJP প্রার্থীর বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা, বাংলায় ফিরছে বাম জমানার ভয়ংকর দিন?

চিঠিতে হুমকি, 'স্বামীর ভাল চাইলে সরে যা।'

Panchayat Election 2023: TMC allegedly sent white saree to BJP candidate's house in Contai | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 20, 2023 5:09 pm
  • Updated:June 20, 2023 8:07 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাংলায় ফিরছে বাম জমানা ‘সাদা থানে’র রাজনীতি? পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) বিরোধী প্রার্থীকে ভয় দেখাতে বাড়িতে পৌঁছে যাচ্ছে ‘নিঃশব্দ হুমকি’। সাদা থান, সঙ্গে রজনীগন্ধার মালা। অর্থাৎ ভোটে লড়লে মুছে যাবে সিঁথির সিদুর। জয়নগরের পর এবার কাঁথি। সোমবার রাতে ঠিক এভাবেই হুমকি দেওয়া হল কাঁথির বিজেপি প্রার্থীকে। তাঁর বাড়িতে পৌঁছে গেল সাদা থান। সঙ্গে লেখা একটা চিঠি- ‘স্বামীর ভাল চাইলে সরে যা।’

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘোষণা হতেই মনোনয়নপর্ব ঘিরে বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে থাকে। মনোনয়নপর্ব মিটতে আরও এক ধাপ এগিয়ে কার্যত প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার সাদা থান পাঠানোর ঘটনাটি ঘটেছে কাঁথি ১ নম্বর ব্লক এলাকার সাবাজপুট গ্রাম পঞ্চায়েতে। ১৯৬ নম্বর বুথের বিজেপির মনোনীত প্রার্থী নীলিমা দত্তর বাড়িতে রাতে কে বা কারা সাদা শাড়ি, ফুলের মালা, মিষ্টি এবং সঙ্গে একটি সাদা চিরকুট ফেলে রেখে আসা হয়। তাতে লেখা রয়েছে, ‘স্বামীর ভাল চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়া।’

Advertisement

[আরও পড়ুন: ‘বজরংবলী তো ভগবান নন!’, বিস্ফোরক মন্তব্য ‘আদিপুরুষ’ ছবির চিত্রনাট্যকার মনোজ মুন্তাসিরের]

 

এপ্রসঙ্গে প্রার্থী নীলিমা জানিয়েছেন, “সোমবার রাতে ঘুমোতে যাওয়ার সময় কিছু ছিল না বাড়ির বাইরে। ভোর রাতে চারটের দিকে প্রাতঃভ্রমণে বেরনোর সময়ে নীলিমার শ্বশুর প্রথম ওই সব পড়ে থাকতে দেখতে পান। এলাকায় শোরগোল পড়ে যায়। বেলা বাড়তেই সকাল থেকে একে একে বাড়িতে আসতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় কর্মীরা জানাচ্ছেন, “একটি ভয়ের বাতাবরণ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে কেউবা কারা।” প্রার্থী নীলিমা দত্তের পরিবারের লোকজন তবে তাঁদের অবস্থানে অনড়। তাঁদের বক্তব্য, ভয় দেখিয়ে তাঁদের আটকানো যাবে না। পরিবারের এক সদস্য বলেন, “আমরা যথারীতি ভোটে লড়াই করবই। এই ঘটনা আরও জেদ বাড়িয়ে দিল আমাদের।”

[আরও পড়ুন: ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ হাই কোর্টের]

কাঁথি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গণেশ মহাকুড় বলেন, “আমি আশ্বস্ত করছি, এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। এখান তো নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি রয়েছে, তাই আমাদের কর্মীরা কারওর গায়ে চড়ও মারছেন না। “

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement