রাজ কুমার, আলিপুরদুয়ার: এক পাড়ার তিন জায়ের লড়াইয়ে জমজমাট এবারের ফালাকাটার পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীপুরের এই ৩ জায়ের হাড্ডাহাড্ডি লড়াই বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তিনজনই।
ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েতের ১৩/২২৫ নম্বর বুথে এবারের পঞ্চায়েত ভোটে তিন দলের তিন প্রার্থী সম্পর্কে তিন জা। শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হয়েছেন সুকেশ্বরী দাস। তিনি আবার ২০১৩ সালেও পঞ্চায়েত ভোটে জিতে পঞ্চায়েত সদস্য ছিলেন। এবারও তাঁকে টিকিট দিয়েছে দল। সিপিএমের (CPM) হয়ে লড়ছেন পেশায় স্কুলের অশিক্ষক কর্মী পিউ দাস। তাঁর এবার প্রথম ভোটে দাঁড়ানো। আর বিজেপি (BJP) প্রার্থী সন্ধ্যারাণি দাস। রাজনৈতিক পরিবারের সদস্য হলেও তিনিও এবারই প্রথম ভোটে লড়ছেন। মনোনয়ন পেশের পরই প্রচারে নেমে নেমে পড়েছেন তিনজন।
এই পঞ্চায়েত এলাকা অর্থাৎ শিশাগোড়–কালীপুর ব্যাংক পাড়ায় ভোটারের সংখ্যা প্রায় ১২০০। শাসকদলের প্রার্থী সুকেশ্বরী দাসের মাসির ছেলের বউ পিউ দাস এবার সেখানে সিপিএম প্রার্থী। বিজেপি প্রার্থী সন্ধ্যারানী দাস আবার তৃণমূল প্রার্থী সুকেশ্বরী দাসের মামাতুতো বউদি। এঁরা সম্পর্কেই ৩ জনই জা হন। তিনজন তিন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও নিজেদের মধ্যে সম্পর্ক অটুট।
তৃণমূল প্রার্থী সুকেশ্বরী দাস বলছেন, “আমি এর আগেও পঞ্চায়েত সদস্য ছিলাম। তখনও জা’য়েদের সঙ্গে সম্পর্ক অটুট ছিল, এখনও আছে। এবারও জয়ের বিষয়ে আশাবাদী।” সিপিএম প্রার্থী পিউ দাসের কথায়, “রাজনীতিতে সম্পর্কের কোনও প্রভাব পড়বে না। তবে রাজ্যে তৃণমূলে ও কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আমার লড়াই।” বিজেপি প্রার্থী সন্ধ্যারানী দাসের আবার বক্তব্য, “পাড়ার লোক যাকে বেশি ভোট দেবে সে-ই জয়ী হবে। ভোটের পরে আবার আমরা একসঙ্গেই থাকব, আত্মীয়তা বজায় রাখব।” ফালাকাটার কালীপুরের ৩ জা’র লড়াই ইতিমধ্যেই এলাকায় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দারাও পাড়ার ৩ জায়ের লড়াই উপভোগ করছেন। তবে ভোটারদের দাবি, ৩ জনের মধ্যে যে-ই জিতুক গ্রামের উন্নয়ন দিয়ে কথা। রাস্তা, পানীয় জল, আবাস যোজনার দাবিতে এবার তিন জা’র মধ্যে একজনকে বেছে নেবেন কালীপুরের বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.