Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: ‘কেন্দ্রের টাকা বন্ধ করে দেব’, ভোটের দিনই হুঁশিয়ারি শুভেন্দুর, ‘ষড়যন্ত্র প্রকাশ্যে এল’, বলছে তৃণমূল

হিংসার সঙ্গে টাকার সম্পর্ক কী? প্রশ্ন তৃণমূলের।

Panchayat Election 2023: Suvendu Adhikari threatens to stop central funds after poll violence
Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2023 7:23 pm
  • Updated:July 8, 2023 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিনই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়ে চরমে শাসক-বিরোধী বাদানুবাদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের দিন কার্যত হুমকির সুরে বলে গেলেন, ‘এই পঞ্চায়েত নির্বাচন অবৈধ। আর অবৈধভাবে গঠিত পঞ্চায়েতের বোর্ডকে কেন্দ্রের এক টাকাও পেতে দেব না।’ শুভেন্দুর (Suvendu Adhikari) এই হুঁশিয়ারির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তি হয়েছে। ভোটের দিন সকাল থেকেই অভিযোগ করে আসছে বিরোধীরা। এদিন নিজের ভোটদানের পর সেই অভিযোগেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, “এই নির্বাচন অবৈধ। ভারত সরকারের করের টাকা এই অবৈধভাবে জেতা পঞ্চায়েতকে আমি দিতে দেব না। ১০০ দিনের কাজের টাকা বন্ধ আছে মানে চুরি বন্ধ আছে। আবাস যোজনা (Awas Yojona) বন্ধ। একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশনের। এবার সেটা বন্ধ করব। গতকালই মিড-ডে-মিলের নির্দেশিকা এসেছে। সব বিডিওগুলো জেলে যাবে। আমি এর শেষ দেখে ছাড়বে।”

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮]

তৃণমূলের (TMC) প্রশ্ন, ভোটে যদি হিংসা হয়েও থাকে, তাহলেও তার সঙ্গে টাকা আটকে দেওয়ার সম্পর্ক কী? শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুললেন,”ভোটে হিংসার সঙ্গে কেন্দ্রের টাকা আটকে দেওয়ার সম্পর্ক কী? আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি, শুভেন্দুর উসকানিতে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিচ্ছে। সেই অভিযোগ প্রমাণিত হয়ে গেল। এরা আসলে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০২১ নির্বাচনে পরাজয়ের বদলা নিচ্ছে।”

[আরও পড়ুন: মুখে প্রস্রাব কাণ্ড: বিজেপি নেতার মুক্তির দাবিতে সরব সেই আদিবাসী যুবকই]

১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে দেওয়া নিয়ে শাসক দলের অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূল (TMC) বলে আসছে, শুভেন্দুর পরামর্শে ষড়যন্ত্র করে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র। শাসকদলের দাবি, শুভেন্দুর এদিনের বক্তব্য সেই অভিযোগকেই প্রমাণ করল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement