শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাম প্রার্থীর সমর্থনে ভোট (Panchayat Election 2023) প্রচারে রাজ্য সরকার। না না লেখার ভুল নয়। পড়ার ভুলও নয়। কোনও উলটপুরাণ নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট প্রচারের প্রায় শেষলগ্নে শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে এভাবে সিপিএমের প্রার্থীর হয়ে ভোট প্রচারে সামিল হয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য সরকার বলছেন,” আগামী দিনে চারদিকে বাম প্রার্থীদের জয় হবে।”
তবে ইনি একেবারেই তৃণমূলের (TMC) নেতৃত্বাধীন রাজ্য সরকার নন। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের পতিরাজপুর পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের অশীতিপর বাসিন্দার নাম রাজ্য সরকার। সচিত্র পরিচয়পত্রেও তাঁর নাম স্পষ্ট লেখা হয়েছে রাজ্য সরকার। তিনি দীর্ঘবছর ধরেই বাম রাজনীতির লড়াকু সৈনিক। ইতিপূর্বে অনেকবার পঞ্চায়েত ভোটের প্রার্থীপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একাধিকবার ভোটে জিতে পঞ্চায়েত স্তরে প্রতিনিধিত্ব করেছেন। গ্রামের সাধারণ মানুষজনের বিপদে পাশে থাকার উদাহরণ যথেষ্ট রয়েছে।
তবে এবার তিনি ভোটপ্রার্থী হননি ঠিকই। বামফ্রন্টের শরিক সিপিআইয়ের টিকিটে দলীয় প্রার্থীপদে তাঁর একমাত্র পুত্র মাধব সরকার ইটাহার পঞ্চায়েত সমিতির ১৫ নম্বর আসনের প্রার্থী হয়েছেন। আর ছেলের সমর্থনেই লাল পতাকা কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ভোট প্রচার করছে বাবা রাজ্য সরকার। আর তাতে সাড়াও মিলছে বলে দাবি পঁচাশি বছরের রাজ্য সরকারের। কিন্তু তাঁর আবেদনর প্রতিফলন কি ভোটবাক্সে দেখা যাবে? জবাব মিলবে ১১ জুলাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.