বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণার পর থেকে কোচবিহারে দফায় দফায় অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি, গুলি, প্রাণহানির ঘটনায় বিরোধীদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও সে অভিযোগ খারিজ করেছে ঘাসফুল শিবির। বিরোধীদের দাবি তার ফলে নিরাপত্তাহীন ভুগছেন তাঁরা। এবার নিরাপত্তার দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবি বিরোধীদের। শনিবার সকাল থেকে কোচবিহারের সার্কিট হাউসের সামনে ভিড় সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকদের। ইতিমধ্যেই সার্কিট হাউসে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও।
ক্যানিং, ভাঙড়ের পর সন্ত্রস্ত কোচবিহারে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কোচবিহারের বেসরকারি হাসপাতালে যাওয়ার কথা তাঁর। দেখা করতে পারেন রাজনৈতিক হিংসায় জখম বেশ কয়েকজনের সঙ্গে। এরপর দিনহাটায় যাওয়ার কথা রাজ্যপালের। সি ভি আনন্দ বোসের সফরের মাঝে তাঁর সঙ্গে দেখা করতে যান নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, ভোট ঘোষণার পর থেকে কোচবিহারে বারবার অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। তার ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অশান্তি রুখতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, শনিবার সকাল থেকেই কোচবিহারের সার্কিট হাউসের সামনে ভিড় জমান সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা। তাঁদের দাবি, ভোটপ্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। বারবার হুমকি দেওয়া হচ্ছে। মারধরের ঘটনাও ঘটছে। তার ফলে এখন বাড়ি থেকে বেরতেও যেন ভয় পাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতি ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নিরাপত্তার সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। রাজ্যপালকে নিজেদের আতঙ্কের কথা জানাতে সার্কিট হাউসের সামনে জমায়েত হন বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.