Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: টিমটিম করে জ্বলছে তবু কোন্দলের অন্ত নেই! গোঁজপ্রার্থী নিয়ে অস্বস্তিতে বামেরাও

গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়েছে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক।

Panchayat Election 2023: Left Front in bog over dissidents, CPM-Forward Bloc trades barb
Published by: Paramita Paul
  • Posted:June 26, 2023 9:06 pm
  • Updated:June 26, 2023 9:06 pm  

বিক্রম রায়, কোচবিহার: ক্ষমতা থেকে কয়েক যোজন দূরে। সংগঠনও ক্ষয়িষ্ণু। তবু বাম শরিক সিপিএম (CPM) এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে দ্বন্দ্ব মিটছে না কোচবিহারে। এই দ্বন্দ্ব প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর আমল থেকে শুরু হয়েছিল। তার পর থেকে কার্যত এই জেলায় কোন শরিকের আধিপত্য থাকবে তা নিয়ে লড়াই চলছেই। বর্তমানে তো ক্ষমতা হারিয়ে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে দুই দলই। তবু দ্বন্দ্বে কোনও ছেদ পড়েনি।

গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) জেলা পরিষদের আসন জেতা দুরাস্ত, একটি গ্রাম পঞ্চায়েতেও এককভাবে তাঁরা দখল করতে পারেনি। এই পরিস্থিতিতে এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে শুরুতেই হোঁচট খাচ্ছে বাম ঐক্য। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ার আগে তাঁদের একে অপরের সঙ্গেও লড়তে হচ্ছে অন্তত জেলা পরিষদের চারটি আসনে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই সংখ্যা আরও অনেক বেশি। কংগ্রেসের সঙ্গে জোট আগেই কার্যত ভেস্তে গিয়েছিল। এবার বাম ঐক্য নিয়েও উঠছে প্রশ্ন। যদিও সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলছেন, “কয়েকটি আসনে দুই দলের প্রার্থী থাকলেও অধিকাংশ আসনে বাম ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমি আরও বাচ্চা চাই’, নুসরতের কাছে যশের আবদার! কাণ্ডটা কী?]

এবার গ্রাম পঞ্চায়েতের কোচবিহার জেলায় ২ হাজার ৫০৭টি আসনের মধ্যে সিপিএম এককভাবে ১ হাজার ২২৯ টি আসনে প্রার্থী দিয়েছে। ফরওয়ার্ড ব্লক ৩১৫ টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতির ৩৮৩ টি আসনের মধ্যে সিপিএম ২৫৩ টি এবং ফরওয়ার্ড ব্লক ৬৪ টি আসনের প্রার্থী দিয়েছে। জেলা পরিষদের মোট ৩৪টি আসনের মধ্যে তৃণমূল একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ৩৩টি আসনের মধ্যে সিপিএম ২৬টিতে এবং ফরওয়ার্ড ব্লক ১০টি আসনে প্রার্থী দিয়েছে।

এখানে দেখা যাচ্ছে, জেলার কোচবিহার দক্ষিণ বিধানসভা, মাথাভাঙা, সিতাই এবং মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি করে জেলা পরিষদের আসন অর্থাৎ ১০, ১৫, ১৮ এবং ২০ নম্বর আসনে ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম উভয় পক্ষই প্রার্থী দিয়েছে। এপ্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের জেলার সভাপতি দীপক সরকার বলেন, “তাঁরা চেয়েছিলেন বামঐক্য হোক তবে সিপিএম আসন ছাড়তে চায়নি। তাই অন্তত চারটি জেলা পরিষদের আসনে উভয়পক্ষ প্রার্থী দিয়েছে। লড়াই হবে দেখা যাক কার শক্তি সেখানে বেশি রয়েছে।”

[আরও পড়ুন: কেদারনাথে অমানবিক অত্যাচার! অচেতন ঘোড়াকে জল খাইয়ে হাউহাউ করে কাঁদলেন নায়িকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement