Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023:

Panchayat Election 2023: বাম-কংগ্রেস জোট নাকি তৃণমূল, ‘মডেল’ সাগরদিঘিতে জিতল কারা?

ফরাক্কা, ডোমকল-রানিনগরে ভাল ফল বাম-কংগ্রেস জোটের।

Panchayat Election 2023: Left Congress alliance fails to deliver in Sagardighi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 11, 2023 11:53 pm
  • Updated:July 11, 2023 11:53 pm  

শাহাজাদ হোসেন ও অতুল চন্দ্র নাগ: সাগরদিঘি মডেল। যে মডেলকে সামনে রেখে মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাম-কংগ্রেস জোট, সেই সাগরদিঘিতেই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) একপ্রকার ভরাডুবি হল তাঁদের। উলটে বায়রন বিশ্বাসের বিধানসভা কেন্দ্রে বড়সড় জয় পেল তৃণমূল কংগ্রেস।

সাগরদিঘি বিধানসভা (Sagardighi) কেন্দ্রের অধীনে পড়ে মোট ১১টি গ্রাম পঞ্চায়েত। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র একটির দখল নিতে পেরেছে বাম-কংগ্রেস জোট। পাটকেলডাঙা গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে হারিয়েছে কংগ্রেস (Congress) এবং বামেদের জোট। ১১টির মধ্যে সাতটি পঞ্চায়েত একার শক্তিতে দখল করেছে তৃণমূল। সেগুলি হল মোরগ্রাম, বোখারা ২, বারালা, সাগরদিঘি, মনিগ্রাম, বন্নেশ্বর এবং গোবর্ধন ডাঙা। বাকি ৩টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হলেও শাসকদল সেগুলিতেও বোর্ড গঠনের ব্যাপারে আশাবাদী।

Advertisement

[আরও পড়ুন: জিটিএ-পুরসভার পর পঞ্চায়েতেও জয়জয়কার, পাহাড়ে অনীত থাপার মাথায় ত্রিমুকুট]

অথচ এই সাগরদিঘিতেই মাত্র কয়েকমাস আগের উপনির্বাচনে তৃণমূলকে ২২ হাজার ভোটে হারিয়েছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বায়রন তৃণমূলে যোগ দিতেই ছবিটা যেন রাতারাতি বদলে গেল। মুর্শিদাবাদের অন্য প্রান্তে তৃণমূল খানিকটা ধাক্কা খেলেও সাগরদিঘিতে শেষ হাসি হাসল শাসকদলই।

সাগরদিঘির ফলাফল স্বস্তি দিলেও মুর্শিদাবাদের ডোমকল-রানিনগরের ফল খানিকটা চিন্তায় রাখবে শাসকদলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডোমকল-রানিনগর এবং জলঙ্গির ৩৪টি পঞ্চায়েতের মধ্যে প্রায় ২০টি দখল করতে চলেছে বাম-কংগ্রেস। শাসকদলের দখলে যেতে চলেছে ১০টি অঞ্চল। আর কয়েকটি পঞ্চায়েত ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত মিলেছে। ফরাক্কা, সুতিতেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে জোট এবং তৃণমূলের। তবে সার্বিকভাবে এগিয়ে তৃণমূলই। পঞ্চায়েতের নিরিখে মুর্শিদাবাদে তৃণমূল প্রায় আড়াই হাজার আসন জিতেছে। সেখানে কংগ্রেস জিতেছে হাজার খানেক আসন। সিপিএমের দখলে গিয়েছে ৪৮০টি আসন। বিজেপিও জিতেছে ৪৮৫ আসনে।

[আরও পড়ুন: বিজেপির ভোটব্যাংক ধসিয়ে জঙ্গলমহলে কুড়মিদের জয়, দখলে চার পঞ্চায়েত]

সেদিক থেকে দেখতে গেলে অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) মুর্শিদাবাদে খুব একটা ভাল ফল করতে পারেনি কংগ্রেস। যদিও প্রদেশ সভাপতির বক্তব্য, ‘মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দলের সন্ত্রাস চলেছে। পুলিশের নির্যাতন চলেছে। পঞ্চায়েত নির্বাচনে যদি ঠিকঠাকভাবে নির্বাচন হত, তাহলে মুর্শিদাবাদে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যেত না।” শুধু তাই নয় ভোট গণনাকে কেন্দ্র করেও কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। অধীরের অভিযোগ, “গোটা মুর্শিদাবাদে যেখানেই কংগ্রেস জিতছে, সেখানেই পুনর্গণনা করে, কারচুপি করে কংগ্রেসকে হারানোর চেষ্টা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement