সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) প্রার্থী কারা হবে, তা ঠিক করতে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেভাবেই মূলত প্রার্থী ঠিক হয়েছে। রাজ্যের শীর্ষ নেতৃত্ব যাঁদের সিলমোহর দিয়েছেন, তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন ইতিমধ্যে। তবে তার মাঝেও প্রার্থী হতে না পেয়ে চাপা ক্ষোভ রয়েছে অনেকের। নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের নামও উঠেছিল এই তালিকায়। তবে যাবতীয় বিতর্ক, জটিলতা কাটিয়ে দিলেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার তিনি নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সুফিয়ান দলের সিনিয়র, একসঙ্গেই কাজ করবেন।
নন্দীগ্রামের (Nandigram) জেলা পরিষদ আসনে শেখ সুফিয়ান প্রার্থী ঘোষণা হওয়ায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। একাধিক অঞ্চলের তৃণমূল নেতারা নন্দীগ্রাম ১ নম্বর পার্টি অফিসের সামনে জড়ো হন। বিক্ষোভকারীরা শেখ সামশুলকে প্রার্থী করতে হবে বলে দাবি জানাতে থাকে। বিক্ষোভে অংশ নেন সামশুল নিজেও। পার্টি অফিস বন্ধ করে চলে বিক্ষোভ। ছিলেন সদ্য বিজেপি থেকে আসা জয়দেব দাস, শেখ সাউদি, জেলার চেয়ারম্যান পীযুষ ভুঁইয়ার মতো নেতারাও। বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল, ২০২১-এ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে শেখ সুফিয়ানের ভূমিকা সঠিক ছিল না। রাতেই সেখানে ছুটে যান নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। বিক্ষোভকারীদের বুঝিয়ে আগে পার্টি অফিসের তালা খোলান। এরপর চলে দীর্ঘ আলোচনা।
বৃহস্পতিবার সকলের সঙ্গে কথা বলে, রাজ্যের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে সুফিয়ানকে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান কুণাল ঘোষ। পরে সাংবাদিকদের সামনে তিনি জানান, ”উনি দলের সিনিয়র নেতা। আমরা কথা বলেছি। উনি আমাদের সঙ্গেই রয়েছে। একসঙ্গে কাজ করব। আর দল যেখানে যাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে, দলের সকলকে বলব, তাঁদের হয়ে প্রচার করতে। যাঁরা দলের প্রার্থী না হয়ে অন্য প্রতীকে মনোনয়ন দেওয়ার কথা ভাবছেন, তাঁদের কাছে অনুরোধ, এই কাজ থেকে সরে এসে দলের মনোনীত প্রার্থীদের সমর্থন দিন। কারণ, এখানে ব্যক্তি বড় নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সকলেই রয়েছেন উন্নয়নের স্বার্থে। ভোটে যিনিই জিতবেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেটাই আমাদের লক্ষ্য।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.