Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: খুনের প্রতিবাদ ব্যালটে! আউশগ্রামের দুই আসনে উড়ল লাল ঝান্ডা

তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল সিপিএম কর্মীর।

Panchayat Election 2023: CPM won 2 booths in Ausgram where CPM worker died
Published by: Paramita Paul
  • Posted:July 12, 2023 2:11 pm
  • Updated:July 12, 2023 2:11 pm  

ধীমান রায়, কাটোয়া: ভোটের (Panchayat Election 2023) আগেরদিনেই ভোটকেন্দ্রের মধ্যে সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। আর ভোটের দিন সকালেই মৃত্যু হয়েছিল সিপিএমের কর্মী রাজিবুল শেখের। আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের সেই বিষ্ণুপুর গ্রামে তিনটি আসনের মধ্যে দু’টিতেই জয়ী হলেন সিপিএমের প্রার্থীরা। বস্তুত বিষ্ণুপুরের গ্রামবাসীরা একপ্রকার ভোটের রায় দিলেন সিপিএমের পক্ষেই। এই গ্রামে কিছুটা পিছিয়ে পড়তে হল শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ছিল ছিল অমরপুর পঞ্চায়েতের ৭, ৭ক এবং ৮ নম্বর আসনের ভোটকেন্দ্র। এই ভোটকেন্দ্রে ভোটের আগেরদিন অর্থাৎ শুক্রবার বিকেলে তৃণমূল-সিপিএম সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। ভোটের দিন অর্থাৎ শনিবার সকালে তিনি কলকাতায় চিকিৎসারত অবস্থায় মারা যান। এই খুনের ঘটনায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিহতের ভাই শেখ আজাহারউদ্দিন।

Advertisement

[আরও পড়ুন: গণনার পরও অনিশ্চিত পঞ্চায়েতের ফল! প্রার্থীদের ভবিষ্যৎ ঠিক করবে হাই কোর্ট]

 

মঙ্গলবার ভোটের ফলাফলে দেখা যায় বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে যে তিনটি আসনে নির্বাচন হয়েছিল তার মধ্যে দু’টিতেই সিপিএমের প্রার্থীরা জয়ী হয়েছেন। তার মধ্যে অমরপুর পঞ্চায়েতের ৭ক আসনে সিপিএম প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিন পেয়েছেন ৫৯৩টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী এবাদত শেখ পেয়েছেন ৩৬৭টি ভোট। ৭ নম্বর আসনে সিপিএমের প্রার্থী মাসকুরা খাতুন পেয়েছেন ৫৭২টি ভোট। এখানে তৃণমূল প্রার্থী ডলি বাগদি পেয়েছেন ৩৬৭টি ভোট। তবে এই ৮ নম্বর আসনে সিপিএম প্রার্থী সাদেক আলি মাত্র ৫ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে।

সিপিএম নেতা সাদেক আলি বলেন, “আমি নিজে অল্প ব্যবধানে হারলেও এলাকার মানুষ আমাদের দলের পক্ষেই রায় দিয়েছেন। মানুষ এই হিংসাকে মেনে নেননি। অমরপুর অঞ্চলে যেখানে বিরোধীরা একটিও আসনে আগে জিততে পারেননি। শাসকদলের সন্ত্রাসের কাছে নতিস্বীকার করতে হয়েছিল সেখানে অমরপুর অঞ্চলে আমাদের দল ৫টি আসনে জিতেছে। এটাই আমাদের বড় জয়।”

[আরও পড়ুন: গণনাপর্বেও উত্তপ্ত ভাঙড়, পুলিশের গুলি, মৃত্যুর ঘটনায় হাই কোর্টে দায়ের মামলা]

তৃণমূল কংগ্রেসের অমরপুর অঞ্চলের সহ সভাপতি শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, “মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। অমরপুর পঞ্চায়েতে মানুষ আমাদের জিতিয়েছেন। উন্নয়নের পক্ষেই মানুষ রায় দিয়েছেন। আমরাও মানুষের পাশে আছি।” জানা গিয়েছে, আউশগ্রাম ২ ব্লকের অমরপুর পঞ্চায়েতের মোট ১৯ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ১৩টি আসনে। সিপিএম ৫ টি এবং বিজেপি একটি আসনে জিতেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement