অভিষেক চৌধুরী, কালনা: এ তো একেবারে মুহূর্তে বদল! সিপিএমের (CPM) হয়ে জিতে আর কালবিলম্ব করলেন না প্রার্থী। সঙ্গে সঙ্গে যোগ দিলেন তৃণমূলে (TMC)। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলপ্রকাশের কালনার কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তাজ্জব অনেকেই। তবে প্রার্থী নিজে বলছেন, আগে তিনি তৃণমূলই করতেন, মাঝে সিপিএমের গিয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করেছেন। জিতে আবার ফিরলেন পুরনো দলেই।
কাঁকুরিয়া গ্রামসভার আসনে সিপিএমের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন গীতা হাঁসদা। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতাদেবী ২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই গ্রাম পঞ্চায়েতের মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জিতেছে। একটি আসনে কেবলমাত্র সিপিএম জয়ী হয়েছে। আর গণনাকেন্দ্র থেকে সুখবর নিয়ে বেরিয়েই বেমালুম বদলে গেলেন তিনি। সিপিএমের জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করেছেন বলে জানিয়ে দেন সংবাদ মাধ্যমকে।
এ প্রসঙ্গে গীতা হাঁসদা বলেন, ”আগে আমি তৃণমূলটাই করতাম। কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।” তবে কি একমাত্র জয়ী সদস্য হওয়ায় তাঁকে শাসকদলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল? এই অভিযোগ মানতে নারাজ শাসকদল। স্থানীয় তৃণমূল নেতা চঞ্চল সিংহের কথায়, ”একথা একেবারেই ভুল। উনি একাই সিপিএম প্রার্থী হিসেবে জিতেছিলেন। ১৮ আসনের মধ্যে ১৭ আসনেই জেতে তৃণমূল। তাই উনি সিপিএম ছেড়ে আমাদের সঙ্গে এসেছেন। যারা চাপ দেওয়ার কথা বলছে, ভুল বলছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.