প্রতীকী ছবি।
অর্ক দে, বর্ধমান: সেই সুদিন আর নেই। পার্টির ভাঁড়ারেও টান। সংগঠনেও ক্ষয় হয়েছে। পার্টিতে হোলটাইমার ‘পোষা’র খরচ বহন করা যথেষ্ট চাপেরও। তাই পূর্ব বর্ধমানে ত্রিস্তর পঞ্চায়েতে সিপিএমের (CPM) প্রার্থী তালিকায় হোলটাইমার হাতে গোনা কয়েকজন। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জেলায় যত সংখ্যক আসন রয়েছে, সিপিএম পার্টিতে হোলটাইমারের সংখ্যা তার চেয়ে অনেক অনেক কম। তাই পঞ্চায়েত নির্বাচনে রেড ভলান্টিয়ার্স, সারা বছর মানুষের পাশে থাকেন, এমন লোকজনকে প্রার্থী তালিকায় প্রাধান্য দিয়েছে। এমনটাই দাবি করছে বর্ধমানের সিপিএম নেতৃত্ব।
পূর্ব বর্ধমানের জেলা পরিষদে (ZP) ৬৬টি আসনের মধ্যে ৬৫টিতে সিপিএম প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতির ৬৪০টি আসনের মধ্যে ৫৪৬টিতে এবং গ্রাম পঞ্চায়েতের (GP) ৪০১০টি আসনের মধ্যে ৩০৩৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে সিপিএম। এর থেকে সিপিএমের সংগঠনের হাল অনেকটাই আঁচ করা যায়। ক্ষয়িষ্ণু সংগঠনে হোলটাইমারের সংখ্যাও যে কমেছে সেটাও কার্যত বিভিন্ন সময় স্বীকারও করেছেন সিপিএম নেতৃত্ব। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজতে বেগ পেতে হয়েছে তাদের। তাতেও সব আসনে প্রার্থী দিতেও ব্যর্থ হয়েছে তারা। সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন স্বীকার করেছেন পঞ্চায়েতে যা আসন তাতে সব আসনে হোলটাইমার (Wholetimer) প্রার্থী করা সম্ভব নয়।
তিনি জানান, গ্রাম পঞ্চায়েতে ৩ জন, পঞ্চায়েত সমিতিতে ২ জন পার্টির হোলটাইমার প্রার্থী হয়েছেন। জেলা পরিষদে প্রার্থীদের মধ্যে হোলটাইমার নেই। অর্থাৎ সারা জেলায় মাত্র ৫ জন সিপিএমের হোলটাইমার এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছে। কেন এত কম হোলটাইমার?
সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, “পঞ্চায়েত ভোটে প্রার্থীর সংখ্যা বেশি। পার্টির হোল টাইমারের সংখ্যা সেই তুলনায় অনেক কম। পঞ্চায়েত ভোটে আসন সংখ্যা অনেক বেশি। সব আসনে পার্টির হোল টাইমার প্রার্থী করা সম্ভব নয়।” তাহলে প্রার্থী বাছাইয়ে কীভাবে করা হয়েছে? সিপিএমের জেলা সম্পাদক জানান, এলাকায় মানুষের পরিচিত মুখ, সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করেন এইরকম মুখকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্রামীণ এলাকায় মানুষের মতামত নিয়ে তাঁদের পছন্দ মতো প্রার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া যারা দলের হয়ে সারা বছর বিভিন্ন কাজে যুক্ত যেমন রেড ভলান্টিয়ার্স (Red Volunteers), স্বেচ্ছাসেবী, এই ধরনের মুখকেও প্রার্থী করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.