সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দুপুরে মৃত্যু হল চারজনের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও পূর্ব বর্ধমানের কাটোয়ায় মৃত্য়ু হল দুই তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদের নওদায় ভোট দিতে এসে মৃত্য়ু হল এক ভোটারের। একই জেলায় লালগোলায় খুন সিপিএম কর্মী। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাণ গিয়েছে তৃণমূল কর্মীর। দিনহাটায় মৃত বিজেপি কর্মী। এদিকে লালগোলায় সবমিলিয়ে নির্বাচনের দিনে ১২ জনের মৃত্যুর সাক্ষী থাকল বাংলা।
শনিবার বাসন্তীর ফুলমালঞ্চতে মৃত্যু হয়েছে তৃণমূল (TMC) কর্মীর। ফুলমালঞ্চ গ্রামের ৯৯ নম্বর বুথ ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছি। সেখানে তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে বোমাবাজি। ২০-২৫টা বোমা মারা হয়। এমনকী বুথেও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। সেখানে বোমার ঘায়ে মৃত্য়ু হয় তৃণমূল কর্মীর। নাম আনিসুর ওস্তাগার।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রাণ গিয়েছে আরও এক তৃণমূল কর্মীর। নাম গৌতম রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথের বাইরে তৃণমূল ও সিপিএমের বচসা হচ্ছিল। সেখান থেকে হাতাহাতি, সংঘর্ষ শুরু হয়। ঠেলাঠেলিতে পরে যান গৌতম রায়। জখম হয়েছিলেন। তারপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, “তৃণমূল কর্মীর মৃত্যুর পিছনে দায়ী সিপিএম।”
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় খুন তৃণমূলের বিদায়ী প্রধানের। নাম মহম্মদ শাহেনশা। তিনি তৃণমূলের প্রধানের স্বামী। বুথে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ চলছিল। সেখানেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.