সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাজ্যের মোট ৬৯৬ টি বুথে চলছে পুনর্নির্বাচন। ভোট (Panchayat Election 2023) ঘিরে এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিবাদ রাস্তায় অবস্থানে বসলেন তিনি। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।
পুনর্নির্বাচনেও একাধিক জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, সোমবার দুপুরে গঙ্গারামপুরের মাধবপুর এলাকায় অশান্তি হচ্ছে বলে খবর পান তিনি। তাঁর কাছে অভিযোগ আসে, তৃণমূল কর্মীরা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এরপরই সেখানে যান তিনি। অভিযোগ, এলাকায় পৌঁছতেই একদল তাঁর পথ আটকায়। গ্রামে ঢুকতে বাধা দেয়। সুকান্তবাবুর অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে আটকেছে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও ভূমিকাই পালন করেননি। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ক্রমশ অশান্তি বৃহৎ আকার নেয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, পুনর্নির্বাচনেও ভোট প্রয়োগ করতে দিচ্ছে না তৃণমূল। বিজেপি প্রার্থীদের বাড়িতে বোমাবাজি করা হচ্ছে। এনআইএ তদন্তের দাবিও জানান তিনি। এদিন শান্তিপূর্ণভাবে ভোট করানোর দাবিতে পথে বসে অবস্থান চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।
এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা দাবি করেছেন, সুকান্ত মজুমদার নির্বাচনী বিধি ভেঙে সব বুথে ঢুকে মানুষকে প্ররোচনা দিচ্ছিলেন আগেরদিন। সেই কারণেই এদিন আমজনতা এলাকায় ঢুকতে বাধা দিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.