Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: পাহাড়ে শুরুতেই ধাক্কা বিজেপির ‘রামধনু’ জোটের! বিনা লড়াইয়ে অনেকটা এগিয়ে গেলেন অনীত থাপারা

বহু আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপির 'রামধনু' জোট।

Panchayat Election 2023: Anit Thapa's party won some seats in Darjeeling and Kalimpong without Contest | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 22, 2023 9:18 am
  • Updated:June 22, 2023 9:19 am

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগেই একলাফে অনেকটা এগিয়ে গেল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তারা শুরুতেই ৫১টি গ্রাম পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। পাশাপাশি ন’টা পঞ্চায়েত সমিতির আসনেও জয় পেয়েছে বিনা লড়াইয়ে। ফলে শুরুতেই এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়ল বিজেপির (BJP) ‘রামধনু’ জোট। তা স্বীকারও করে নিলেন বিজেপি বিধায়ক তথা জিএনএলএফের মুখপাত্র নীরজ জিম্বা। তিনি বলেন, “এটা সত্যি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে অনিত থাপার শিবির। তবে আমরাও পিছিয়ে থাকব না।”

মনোনয়ন জমা দেওয়ার সময়ই বেশ কিছু আসনে জয় পেয়ে যায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এরপর মনোনয়ন প্রত্যাহারের পালা মিটতেই সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়ে গেল। দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে তারা ৫১টি আসনে জয় পেয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলায় ৪০ ও কালিম্পং জেলায় ১১টি। উল্লেখ্য, দার্জিলিং জেলায় ৭০টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫৯৮টি আসন রয়েছে। আর কালিম্পংয়ে রয়েছে ৪২গ্রাম পঞ্চায়েতের মোট ২৮১টি আসন। এছাড়া দার্জিলিং জেলার পঞ্চায়েত সমিতির ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে পেয়েছে অনিত থাপারা। প্রসঙ্গত, দার্জিলিংয়ে ৫টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে ১৫৬টি আসন। কালিম্পংয়ে ৪ পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৭৬টি আসন।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে মোদির যোগ অধিবেশনে নয়া গিনেস বুক রেকর্ড, অংশ নিল ১৮০ দেশের প্রতিনিধি]

আর এতেই চাপ বেড়েছে বিরোধী শিবিরে। তারা কীভাবে এটা সামাল দেবে সেই কৌশল তৈরি করতে কার্যত হিমশিম খাচ্ছে। কারণ পাহাড়ের বাসিন্দারা বুঝে গেলেন জোট করেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। তার প্রভাব ভোটেও পড়তে পারে। যদিও সাংসদ রাজু বিস্তা বলেছেন “এর প্রভাব ভোটে পড়বে না। সংখ্যাটা বাড়লেও ফলের কোনও হেরফের হবে না। তারা এই আসন নিয়েই আনন্দে থাকুক। জিতব তো আমরাই।”

এদিকে শুরুতেই এত আসনে জয় পেয়ে আত্মবিশ্বাসী অনীতরা। তারা আজ অর্থাৎ বৃহস্পতিবার জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেবে। পাশাপাশি ওইদিন থেকেই প্রচার শুরু করে দেবে। বিরোধীরা কী বলছে তা গায়ে মাখাতে নারাজ অনীতরা। এবিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা বলেন, “আমরা আগেই বলেছিলাম শুরুতেই অনেকটা ব্যবধানে এগিয়ে থাকব। বিরোধী জোটের প্রার্থী দেওয়ারই ক্ষমতা নেই। খালি কুৎসা, অপপ্রচার করলে হয় না। মানুষের জন্য কাজ করতে হয়।”

[আরও পড়ুন: এবার অ্যাপ থেকেই সরাসরি ডাউনলোড করা যাবে রিলস, নয়া ফিচার আনছে ইনস্টাগ্রাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement