Advertisement
Advertisement
BJP worker allegedly murdered in Malda

Panchayat Election 2023: তৃণমূলের মদতে বাবাকে ‘খুন’? বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত মালদহ

বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর থেকে এলাকাছাড়া মৃতের ছেলে।

Panchayat Election 2023: A BJP worker allegedly murdered in Malda । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 16, 2023 10:37 am
  • Updated:July 16, 2023 4:49 pm  

বাবুল হক, মালদহ: বাড়ি থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদহের বামনগোলার ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য। ওই বিজেপি কর্মীর শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের মদতে ওই বিজেপি কর্মীকে খুন করেছে তাঁর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকাছাড়া বিজেপি কর্মীর ছেলে। এদিকে, দেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

নিহত বুরন মুর্মু, মালদহের বামনগা ব্লকের মদনাবতি কয়নাদিঘির বাসিন্দা। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত তিনি। তবে তাঁর পুত্রবধূ এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দেন বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ১০৬ দিনের মাথায় চার্জশিট সিট, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে অভিযুক্ত পাঁচ]

তারই মাঝে রবিবার সকালে বাড়ি থেকেই বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। এদিকে, এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু এলাকাছাড়া। তাই খুনের সন্দেহ আরও প্রকট হচ্ছে স্থানীয়দের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেন এলাকাবাসীরা। সুবিচারের দাবিতে দেহ ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: জেলে বসেই ভোটে জয়, জামিন পেতেই ফুল দিয়ে মুর্শিদাবাদের কংগ্রেস নেতাকে স্বাগত জানালেন কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement