Advertisement
Advertisement

Breaking News

BJP candidate arrests for posting derogatory post

Panchayat Election 2023: কালীমন্দিরে সায়নীর পুজো দেওয়া নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার গলসির BJP প্রার্থী

বিজেপি প্রার্থী বলে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, দাবি গেরুয়া শিবিরের।

Panchayat Election 2023: A BJP candidate arrests for posting derogatory post on social media according to Saayoni Ghosh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 24, 2023 9:29 am
  • Updated:June 24, 2023 9:35 am  

সৌরভ মাজি, বর্ধমান: সায়নী ঘোষের কালীমন্দিরে পুজো দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেন এক বিজেপি প্রার্থী। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গ্রামবাসীদের রোষের মুখেও পড়েন। পদ্মনেতাকে গণপ্রহার দেওয়ার উপক্রম হয়েছিল। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ভোটের (Bengal Panchayat Election 2023) আগেই গ্রেপ্তার করা হয় ওই বিজেপি প্রার্থীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় হালদার ওরফে দুকুল হালদার। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গলসি-২ ব্লকের আদরাহাটি গ্রাম পঞ্চায়েতের আদরা গ্রামের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সঞ্জয়। অভিযোগ, সঞ্জয়ের ‘দুকুল হালদার’ নামে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। বৃহস্পতিবার সেই অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট করা হয়। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ওইদিনই ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসেছিলেন। তাঁর এই কর্মসূচিতে আদরা গ্রামের শিবমন্দিরে পুজো দেন।

Advertisement

এই কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। তা প্রচারও করা হয়েছিল। সেই শিবমন্দির ও সায়নীকে নিয়ে কুরুচিকর পোস্ট করেন সঞ্জয়। পরে সেই পোস্টের বিষয়টি জানাজানি হয়। এলাকার বিখ্যাত শিবমন্দির নিয়ে ওই পোস্ট করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তাঁকে বাড়ি থেকে বের করে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গণপিটুনি দেওয়ার উপক্রমও হয়েছিল। গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সঞ্জয়কে।

[আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলা: ‘প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শেষ’, হাই কোর্টে জানাল CBI]

গ্রামের বাসিন্দা প্রতিমা ঘোষ, আনন্দ সাহারা জানান, সঞ্জয় অসভ্যতা করেছে। বিজেপি নেতা হয়ে হিন্দু দেবতাকে এইভাবে কুরুচিকর মন্তব্য কেউ মেনে নেবে না। আনন্দ সাহা বলেছেন, “আমি অন্য দল করি। তাই বলে গ্রামের দেবতার নামে কেউ খারাপ কথা বলবে তা মেনে নেব না।” গ্রামবাসীরা জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলেই প্রতিবাদ জানিয়েছেন সঞ্জয় ওরফে দুকুলের ফেসবুক পোস্ট নিয়ে। দুকুলের বিরুদ্ধে গ্রামবাসীরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

তৃণমূলের ব্লক সভাপতি সুজন মণ্ডল বলেন, “বিজেপি প্রার্থী যে নোংরা পোস্ট করেছে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলেই প্রতিবাদ করেছেন।” বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ বলেন, “যে কোনও কুরুচিকর পোস্ট করা উচিত নয়। তবে এক্ষেত্রে পুলিশ অতিসক্রিয়তা দেখিয়ে গ্রেপ্তার করেছে। বিজেপি করে বলেই এই অতিসক্রিয়তা। এর আগে আমরাও এই ধরনের কুরুচিকর পোস্ট নিয়ে অভিযোগ করেছি। তখন কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।”

[আরও পড়ুন: ‘ভারতীয়রা ফর্সা নন?’, খুশি-সুহানার ‘আর্চিস’ বর্ণবিদ্বেষের শিকার হতেই কষিয়ে জবাব জোয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement