Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: তৃণমূল সমর্থক পড়ুয়াকে বোমা মেরে ‘খুন’, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, রণক্ষেত্র দেগঙ্গা

আটক ৩।

Panchayat Election 2023: A 17 year old tmc supporter allegedly killed by ISF in deganaga | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 5, 2023 8:43 am
  • Updated:July 5, 2023 8:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের বলি আরও ১। এবার দেগঙ্গায় বোমা মেরে তৃণমূল সমর্থক স্কুলছাত্রকে খুনের অভিযোগ বাম ও আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আটক ৩।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাংলা। বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে রাজ্য। কার্যত প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। ঝড়ছে রক্ত। প্রাণহানি হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে প্রাণ গেল এক ছাত্রের। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১ টার সময় মিছিল সেরে গ্রামে ফিরছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মিছিলেই ছিল একাদশ শ্রেণির এক ছাত্র। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফের। অভিযোগ, আইএসএফের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা। পরিবারের অভিযোগ, শুধু বোমাবাজি নয় গুলিও চালানো হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি টিকিট না দেওয়ায় নির্দল, ব্যানারে মোদির ছবি! বনগাঁয় চরমে গেরুয়া শিবিরের কোন্দল]

ঘটনাকে কেন্দ্র করে রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযুক্তের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কাকলি ঘোষ দস্তিদার বলেন, “নৃশংসভাবে পড়ুয়াকে খুন করা হয়েছে। গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে।” অভিযুক্তদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement