অর্ক দে, বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে যোগ্য সম্মান না পেয়ে অনুগামীদের নিয়ে দল ছাড়লেন তৃণমূলের জেলা সম্পাদক। দলীয় কার্যালয় থেকে তৃণমূল প্রতীকের বোর্ড খুলে দিয়ে তৃণমূল ছাড়লেন দলের জেলা সম্পাদক অভিজিৎ সোম-সহ বেলকাশ পঞ্চায়েত এলাকার প্রায় ৪০ জন তৃণমূল (TMC) কর্মী। পার্টি অফিসে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, টিভি সমস্ত কিছু দান করে দেওয়া হয় বলে জানানো হয়েছে। নির্বাচনের কাজে দলের পক্ষ থেকে তাঁদের কোনও বিষয়ে যুক্ত না করার জন্য তারা দলের কর্মী হিসেবে সক্রিয় অবস্থান সড়ে দাঁড়ালেন বলে জানিয়েছেন।
বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, বর্ধমান-১ ব্লক তৃণমূল সভাপতি কাকলি তা ও বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক তাঁদের কোনওদিন গুরুত্ব দেননি এবং পঞ্চায়েত নির্বাচনে সবরকম দলীয় কর্মসূচি থেকে বিরত রেখেছে বলে দলত্যাগীদের অভিযোগ। মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্বেও তৃণমূল কংগ্রেসের পুরানো দিনের কর্মীরা দলেরই উচ্চ নেতৃত্বের কাছে গুরুত্ব পাচ্ছে না, এই ক্ষোভে দল ছাড়লেন বিক্ষুব্ধরা।
অভিজিৎ সোম বলেন, “বেলকাশ পঞ্চায়েতের ঝিঙুটি অঞ্চলে রয়েছে প্রায় ৮০০ ভোটার। সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর পঞ্চায়েতে এই ভোট কোন দিকে যাবে আমরা জানি না। তবে আমরা তৃণমূলের ভোটার হিসেবে থাকব। দলের প্রতি আমাদের আস্থা রয়েছে। দলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব আমাদের সঙ্গে কোনও রকম সহযোগিতা করেছেন না।” ব্লক সভাপতি কাকলি তা জানিয়েছেন, “অভিজিৎ সোম আগে কংগ্রেস করতেন। যে ঘরটিতে পার্টি অফিস করা হয়েছিল, সেটি এক সিপিএম কর্মীর মালিকানায় রয়েছে। ওই এলাকার তৃণমূল কর্মীরা কী অসুবিধা হয়েছে তা আগে আমাদের জানায়নি। তাঁদের অভিযোগের কথা দলের উচ্চ নেতৃত্বকে জানালে তারা নিশ্চয়ই ব্যবস্থা নিতেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.