চন্দ্রজিৎ মজুমদার ও নন্দন দত্ত: বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে অঘটন। বোমা ফেটে জখম দুই শিশু। মুর্শিদাবাদের সালারের কাগ্রামে তীব্র চাঞ্চল্য। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, বীরভূমের মাড়গ্রামে ৯০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
শনিবার সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ খেলা করছিল। খেলনা ভেবে কৌটো বোমায় হাত দেয় তারা। বোমা বিস্ফোরণ হয়। গুরুতরভাবে জখম হয় দুই শিশু। চিকিৎসার জন্য তাদের সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই দুই শিশুর চিকিৎসা চলছে। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরো চারটি কৌটো পড়ে আছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সালার থানার পুলিশ। কে বা কারা, কী উদ্দেশে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, বীরভূমের মাড়গ্রামের তপনেও ফের বোমা উদ্ধার করা হয়। মোট ৬টি প্লাস্টিকের বালতিতে ওই বোমাগুলি লুকিয়ে রাখা ছিল। অন্ততপক্ষে ৯০টি বোমা উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.