Advertisement
Advertisement
Dinhata

বাংলাদেশের আঁচ ভারতে, এপারে দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রামে পাক মর্টার উদ্ধারে তীব্র চাঞ্চল্য

মর্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেনাবাহিনী সেটিকে পরে উদ্ধার করে।

Pakistan mortar recovered in Dinhata border village

মর্টার উদ্ধার করতে গ্রামে সেনাবাহিনী। ছবি- বিশ্বদীপ সাহা।

Published by: Suhrid Das
  • Posted:December 18, 2024 12:27 pm
  • Updated:December 18, 2024 1:25 pm  

বিক্রম রায়, কোচবিহার : প্রতিবেশী বাংলাদেশ উত্তপ্ত। ভারতের বিরুদ্ধে রণংদেহি বার্তা পাঠানো হচ্ছে ওপার থেকে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে। সেই আবহে দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার চাষের জমি থেকে উদ্ধার হল মর্টার।

ভারত-বাংলাদেশের একবারে সীমান্ত লাগোয়া গ্রাম দিনহাটার ঝিকড়ি। গতকাল মঙ্গলবার বিকেলে এক কৃষক চাষের জন্য জমির মাটি খুঁড়ছিলেন। ট্রাক্টর দিয়ে সেই কাজ করার সময় শক্ত বড় কিছু একটা মাটির সঙ্গে উঠে আসে। মাটি সরাতেই ওই কৃষক দেখতে পান, লম্বা লোহার কঠিন কিছু একটি জিনিস। আশেপাশের এলাকার বাসিন্দারাও ভিড় করেন। সাহেবগঞ্জ থানা থেকে আসে পুলিশও। তখনই জানা যায়, সেটি আর কিছু নয়, মর্টার। কিন্তু সীমান্ত লাগোয়া এই এলাকায় এত বড় মর্টার এল কীভাবে? আরও খুঁটিয়ে দেখা যায়, সেটি পাকিস্তানের। সকলের মধ্যেই আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

পুলিশ ওই জায়গাটি ঘিরে রাখে। সেনাবাহিনীকে খবর পাঠানো হয়। রাত থেকে ওই এলাকা ঘিরে রাখা ছিল। বুধবার সকাল থেকে মর্টারটি দেখার জন্য বহু মানুষ ভিড় করতে থাকেন। উদ্ধার হওয়া মর্টারটি থেকে যাতে কোনও বিপদ না হয়, সেজন্য নিরাপদ দূরত্বে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর লোকজন সেখানে গিয়ে পৌঁছন। মর্টারটি তাঁরা উদ্ধার করে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই মর্টারটি দীর্ঘ কয়েক দশক পুরনো। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর লড়াই হয়েছিল। সীমান্ত লাগোয়া এই গ্রামেও যুদ্ধের আঁচ সরাসরি পড়েছিল। সেইসময় মাথার উপর দিয়ে উড়ত বোমারু বিমান। বিমান থেকে ফেলা মর্টারই সম্ভবত সেইসময় ফাটেনি। মাটির নীচে চাপা পড়ে গিয়েছিল। এত দিন পরে চাষের জন্য মাটি খুঁড়তে সেই মর্টার বেরিয়ে পড়ে।

বাংলাদেশের রাজনৈতিক আবহে সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি ঢোকার আশঙ্কা রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনেক অস্ত্রই দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। সেইসব অস্ত্র কি কাজে লাগানোর সম্ভাবনা থাকছে? সেই বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement