Advertisement
Advertisement

Breaking News

‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট

আলিপুরদুয়ারের কলেজে আতঙ্ক।

Pak hackers attcaked Bengali college's website
Published by: Tanujit Das
  • Posted:February 23, 2019 12:35 pm
  • Updated:February 23, 2019 1:01 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: জেলার কলেজের ওয়েবসাইটে এবার পাক হ্যাকারদের হানা৷ হ্যাক করা হয়েছে ফালাকাটার জটেশ্বর লীলাবতি কলেজের ওয়েবসাইট৷ শনিবার সকালে ওয়েবসাইট খুলে কলেজ কর্তৃপক্ষ দেখে, ভারতকে উদ্দেশ্যে করে সেখানে বিতর্কিত মন্তব্য লেখা রয়েছে৷ ভারত যুদ্ধে গেলে, চুপ করে বসে থাকবে না পাকিস্তান, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ বিষয়টি উচ্চতর প্রশাসনের কাছে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

[হোয়াটসঅ্যাপে চুরি ও খুনের গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১ ]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে৷ কয়েকজন পড়ুয়া জানিয়েছেন, কিছু তথ্যের জন্য শুক্রবার রাতে কলেজের ওয়েবসাইটটি খোলেন তাঁরা৷ খুলতেই চোখ কপালে উঠে যায়৷ তাঁরা দেখেন, পাকিস্তানকে উদ্ধৃত করে ভারতের উদ্দেশ্যে ওয়েবসাইটে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ রাতেই বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়৷ শনিবার সকালে কলেজ খুলতেই, আগে ওয়েবসাইট খোলে কর্তৃপক্ষ৷ তাঁরাও দেখেন একই দৃশ্য৷ সূত্রের খবর, এরপর কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় ফালাকাটা থানার সঙ্গে৷ সেখানে অভিযোগ দায়ের করা হয়৷

পুলিশ জানিয়েছে, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা৷ এটি সাইবার ক্রাইমের তদন্ত সাপেক্ষ৷ আর বিষয়টির উপর যেহেতু দেশের নিরাপত্তা নির্ভর করছে, তাই আরও গভীরে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে মত পুলিশের৷ স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে৷ কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়া ও অধ্যাপকদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে৷ তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ ওই কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র বসুনিয়া জানিয়েছেন, যে সংস্থা তাঁদের কলেজের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তাঁদের অধীনস্থ সমস্ত কলেজের ওয়েবসাইট হ্যাক হয়েছে৷ বিষয়টি ইতিমধ্যে লালবাজার সাইবার ক্রাইম দপ্তরের গোয়েন্দাদের জানিয়েছে ওই সংস্থা৷ কলেজের ওয়েবসাইট হ্যাক হলেও, নর্থবেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইট ঠিক থাকায়, পড়ুয়াদের কোনও অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ৷ 

[পুলিশ আধিকারিকের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি নাশকতা পর থেকে ক্রমশ খারাপ হচ্ছে ভারত-পাক সম্পর্ক৷ জঙ্গি হামলায় বরাবর মদত দিয়ে এলেও, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবারও তা অস্বীকার করেছে পাকিস্তান৷ ইসলামাবাদকে উচিত শিক্ষা দিতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে একঘরে হতে বসেছে পাকিস্তান৷ সেদেশের অর্থনীতিও ভেঙে পড়তে শুরু করেছে৷ কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই ইমরান প্রশাসনের৷ ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা৷ যে হুঁশিয়ারি জটেশ্বর লীলাবতি কলেজের ওয়েবসাইটে লিখেছে হ্যাকাররা, সেই হুঁশিয়ারিই ভারতের উদ্দেশ্যে দিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement