সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: আলিপুরদুয়ারের পর হাওড়া। একইদিনে ফের আরও একটি কলেজের ওয়েবসাইট হ্যাক। এবার হ্যাক করা হল পাঁচলা মহাবিদ্যালয়ের ওয়েবসাইট। এক ব্যক্তি নিজেকে পাকিস্তানি সমর্থক দাবি করে কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে বলে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন। এই বিষয়ে কলেজের পক্ষ থেকে স্থানীয় রাজাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কলেজ কর্তৃপক্ষ কলেজের ই-টেন্ডার সংক্রান্ত কাজ করার সময় ওয়েবসাইট খুলতেই প্রথমে বিষয়টি নজরে আসে। কলেজের এক কর্মী দেখতে পান তাঁদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। সেখানে দেশবিরোধী কথা লেখা রয়েছে। তিনি তৎক্ষণাৎ বিষয়টি কলেজের অধ্যক্ষ অর্পিত মণ্ডল নন্দীকে জানান। দেখা যায় ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে লেখা হয়েছে পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা মহম্মদ আলি জিন্নাহর পাকিস্তানের অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের থেকে তুলনায় অনেক বেশি হলেও পাকিস্তানের সেনাবাহিনী সবসময় শহিদ হওয়ার জন্য প্রস্তুত, যা ভারতের নেই। সেই কারণেই পাকিস্তানের সেনাবাহিনী সবথেকে শক্তিশালী। আরও লেখা হয়েছে, “আমরা যে কোনও যুদ্ধ জিততে প্রস্তুত। সেই কারণে তোমরা ভুলেও যুদ্ধের কথা ভেব না। যুদ্ধ কীভাবে জিততে হয় তা পাকিস্তান বিলক্ষণ জানে।”
[‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট]
কলেজের অধ্যক্ষ অর্পিতা মণ্ডল নন্দী জানান সকালে কলেজের ই-টেন্ডারের কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মী তাঁকে বিষয়টি জানান। তৎক্ষণাৎ তাঁরা ওয়েবসাইট প্রস্তুতকারক সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, এদিনই হ্যাক করা হয়েছে ফালাকাটার জটেশ্বর লীলাবতি কলেজের ওয়েবসাইট৷ শনিবার সকালে ওয়েবসাইট খুলে কলেজ কর্তৃপক্ষ দেখে, ভারতকে উদ্দেশ্যে করে সেখানে বিতর্কিত মন্তব্য লেখা রয়েছে৷ ভারত যুদ্ধে গেলে, চুপ করে বসে থাকবে না পাকিস্তান, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.