সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়ার শুরুর দিনটা একবার ভাবুন৷ রাত বারোটা বাজতে না বাজতেই মোবাইলে আসতে থাকে মেসেজের পর মেসেজ৷ পর্দায় ভেসে ওঠে একের পর এক নোটিফিকেশন৷ ওই মেসেজে তিনটি শব্দই যথেষ্ট৷ হ্যাপি নিউ ইয়ার৷ ইন্টারনেটের যুগে বাঙালি এখন হ্যাপি নিউ ইয়ার বলতেই বেশি স্বচ্ছন্দ৷ দিন যত এগোচ্ছে ততই ফিকে হচ্ছে নববর্ষ শব্দের মাহাত্ম্য৷ কিন্তু তাতে কী? বাংলা নিয়ে চর্চা কিংবা নববর্ষের মাহাত্ম্য যতই পরিবর্তন হোক না কেন বাঙালি উৎসবপ্রিয়, সেটা ভুললে চলবে কী করে৷ তাই তো আজকের দিনের উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন অনেকেই৷
নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মেতেছে গোটা বাংলা৷ ভক্তদের ভিড়ে ঠাসা কালীঘাট, তারাপীঠ এবং দক্ষিণেশ্বর মন্দির৷ প্রসিদ্ধ এই জায়গাগুলিতে তিলধারণেরও জায়গা নেই৷ সংসার-ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য সকাল থেকে চলছে লক্ষ্মী-গণেশ পুজো৷ সঙ্গে হালখাতার ধূম৷
শান্তিনিকেতনেও চলছে বর্ষবরণের অনুষ্ঠান৷ ছাত্রছাত্রীদের সঙ্গে আশ্রমিকরাও শামিল হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে৷ এছাড়াও তিলোত্তমার নানা অলিগলিতে শোভাযাত্রার আয়োজন করা হয়৷ সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া পর্যন্ত একটি মিছিল করেন স্থানীয়রা৷ ওই মিছিলেই ঢাক, সানাই, পুতুল, নৌকা এবং চালচিত্রের উপস্থিতি একটু অন্য মাত্রা যোগ করেছে৷ বাংলার সংস্কৃতিকে আরও একবার সাধারণ মানুষের মনের কোণে পৌঁছে দিতেই শোভাযাত্রার আয়োজন৷
পয়লা বৈশাখের সকালে রাজ্যবাসীদের টুইটে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন,‘‘শুভ নববর্ষে সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ৷ সকলের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করি৷ সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন৷’’
শুভ নববর্ষে সকলকে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ। আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন pic.twitter.com/GayzoEnJob
— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2019
এসো হে বৈশাখ, এসো এসো… ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর্ !
বাংলার মা, মাটি, মানুষকে জানাই #শুভনববর্ষ১৪২৬ এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম ও সালাম। এই শুভ দিন সবার কাটুক ভাল। ১৪২৬ আপনার ও আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মঙ্গলময়, এই কামনা করি pic.twitter.com/OOJgel6VPQ
— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.