সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন কৃষ্ণনগরের দম্পতি। মঙ্গলবার দুপুরে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে কথায় আছে, ভাগ্যে যা আছে তা আটকাবে কে! ঘটনাচক্রে বৈসরনে যাওয়ার আগে শিবমন্দির দর্শনে গিয়েছিলেন দম্পতি। তখনই জানতে পারেন, জঙ্গি হানায় রক্তাক্ত ‘মিনি সুইজারল্যান্ড’। আতঙ্কে কার্যত কাঁটা দম্পতি। যে কোনও মূল্যে এখন বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। বলছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না।”
কৃষ্ণনগরের বউবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। গত নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। জানা গিয়েছে, দিন সাতেক আগে মধুচন্দ্রিমায় ভূস্বর্গ কাশ্মীরে যান দম্পতি। আর পাঁচজনের মতোই কাশ্মীরের সৌন্দর্য চুটিয়ে উপভোগ করছিলেন যুগল। গতকাল, অর্থাৎ মঙ্গলবার তাঁদের যাওয়ার কথা ছিল ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসনরে। কোনও এক অজ্ঞাত কারণে বৈসনরে যাওয়ার আগে পাশের এক শিবমন্দির দর্শনে যান ওই যুগল। ঠিক তখন এদিকে ঘটে গিয়েছে হাড়হিম করা কাণ্ড। মন্দিরে থাকাকালীনই জঙ্গি হানার খবর পান যুগল। প্রাণ হাতে নিয়ে কোনওক্রমে পৌঁছন শ্রীনগরে।
মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে বিষয়টি জানিয়েছন সুদীপ্ত দাস। আতঙ্ক এখনও তাড়া করছে তাঁদের। মন্দির যদি না যেতেন, তাহলে কী হত ভেবেই আঁতকে উঠছেন। তবে বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলেই জানিয়েছেন সুদীপ্ত। কতক্ষণে বাড়ি ফিরবেন এখন সেই চিন্তায় যুগল। তবে মধুচন্দ্রিমায় যে এমন অভিজ্ঞতা হতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবনেনি সুদীপ্ত-দেবশ্রুতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.