Advertisement
Advertisement

নিজ গৃহ প্রকল্প নিয়ে দুঃস্থদের পাশে রাজ্য

বাড়িগুলিতে যাতে ভূমিকম্প-রোধের ব্যবস্থা থাকে, সে বিষয়ও নিশ্চিত করেছে সরকার৷

 Own home project of WB government will be a great help to the economically backward people
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 11:27 am
  • Updated:September 28, 2016 11:30 am  

স্টাফ রিপোর্টার: নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে শহরের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্পের আওতায় আগামী কয়েক বছরের মধ্যে ৭০ হাজার বাড়ি তৈরির সংকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর৷

বাড়িগুলিতে যাতে ভূমিকম্প-রোধের ব্যবস্থা থাকে, সে বিষয়ও নিশ্চিত করেছে সরকার৷ কারা এই প্রকল্পের আওতায় আসবে, তা ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ সারা হয়ে গিয়েছে৷ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট এই প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে৷ জানানো হয়েছে পুজোর পরই এ ব্যাপারে পুরোদস্তুর কাজ শুরু করবে সরকার৷

Advertisement

দু’কামরার এমন ফ্ল্যাটের জন্য প্রথম পর্যায়ে এই প্রকল্পে ৭০টি পুরসভাকে ৪৭২ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে আরও ৩৮টি পুরসভাকে ৩১ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে৷ প্রতিটি ফ্ল্যাট তৈরির খরচ ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকার কিছু বেশি৷ দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement