Advertisement
Advertisement

Breaking News

Local Train

ওভারহেড তার ছিঁড়ে পড়ল কামরায়, আতঙ্কে লাফ যাত্রীদের, থমকে হাওড়া-বেলুড় শাখার ট্রেন চলাচল

প্রচন্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলতে থাকে।

Overhead wire torn apart on Train, service halted in Howrah-Belur line | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 22, 2023 4:56 pm
  • Updated:July 22, 2023 5:13 pm  

সুব্রত বিশ্বাস: ফের ওভারহেডের তার ছিঁড়ে স্তব্ধ ট্রেন (Train) চলাচল। শনিবার বিকেলে বরাতজোরে বড় বিপদ এড়াল আপ ব্যান্ডেল লোকাল। ওভারহেডের তার ছিঁড়ে পড়ে ট্রেনের ভেন্ডার কামরার উপর। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন যাত্রীরা। এই ঘটনায় বেলুড়-লিলুয়ার মাঝে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ বেলুড়-লিলুয়ার মাঝে ডাউন লাইন দিয়ে যাচ্ছিল আপ ব্যান্ডেল লোকাল (37257)। বেলুড় ঢোকার আগেই পঁচিশ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ট্রেনের প্রথম দিকের ভেন্ডার কামরার উপর। প্রচন্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলতে থাকে। কামরার যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। পাশের কামরা থেকে একইভাবে ঝাঁপ দেন মহিলা যাত্রীরা। লাফিয়ে নামায় আঘাত পান অনেক যাত্রী। ট্রেনটি কার্যত ফাঁকা হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: নেশা ছাড়তে গিয়ে প্রাণ গেল যুবকের, পিটিয়ে খুনের অভিযোগ রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে]

এরপর ডাউন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আটকে পড়ে মেন ডাউন লাইন। সপ্তাহের শেষ বিকেলে দীর্ঘক্ষণ ধরে কার্যত ডাউন লাইন বন্ধ হয়ে যায়। ট্রাকশান ভ্যান এসে কাজ শুরু করে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় বারবার ওভারহেড তার ছিঁড়ে পড়ার ঘটনা ঘটছে। একে এই শাখায় অসংখ্য ট্রেন বাতিল রয়েছে। যার জেরে বিপাকে পড়ছেন যাত্রীরা। এর মাঝেই ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল। রেল কর্মীদের একাংশের অভিযোগ, বর্তমানে ওভারহেড তারের দেখভাল করে ঠিকাদার সংস্থা। যার জেরে রক্ষণাবেক্ষণে ঘাটতি থেকে যাচ্ছে। তারের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। এদিনের ঘটনায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। 

[আরও পড়ুন: বিজেপির কর্মসূচিতে আগ্নেয়াস্ত্র! পূর্ব মেদিনীপুরের জমায়েত থেকে গ্রেপ্তার ২ দুষ্কৃতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement