দিব্যেন্দু মজুমদার, হুগলি: সাতসকালে হিন্দমোটর স্টেশনে ওভারহেড তারে বিপর্যয়। হাওড়া-ব্যাণ্ডেল মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল। সকাল থেকে হিন্দমোটর স্টেশনে দাঁড়িয়ে আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। বিপাকে নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, আপাতত শুধুমাত্র ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। আপ লাইনে আটকে পড়া ট্রেনগুলিকে তৃতীয় লাইন দিয়ে চালানোর চেষ্টা চলছে।
[ট্রেনে হিজড়াদের তোলাবাজির দাপট, গ্রেপ্তার ৪]
সপ্তাহে শেষ কাজের দিনের সকালেই বিপাকে পড়লেন হাওড়া-ব্যাণ্ডেল মেন লাইনের নিত্যযাত্রীরা। সকাল থেকে ব্যাহত লোকাল ট্রেন চলাচল। হিন্দমোটর স্টেশনে দাঁড়িয়ে আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কেন? রেল সূত্রে খবর, শুক্রবার সকালে হিন্দমোটর স্টেশনে ঢোকার মুখে ওভারহেড তারের মধ্যে সংযোগকারী ধাতব দন্ডটি আলগা হয়ে যায়। ফলে ওভারহেড তার বিপজ্জনকভাবে ঝুলে পড়ে। ফলে সকাল থেকে আপ লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন। প্রতিদিনের মতো এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ হিন্দমোটর স্টেশনে এসে পৌঁছয় আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কিন্তু, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আটকে পড়েছে দূরপাল্লার ট্রেনটি। শেষ খবর পাওয়া পর্যন্ত, হিন্দমোটর স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটি। রেল সূত্রে খবর, আপাতত হিন্দমোটর থেকে হাওড়া পর্যন্ত শুধুমাত্র ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। আপ লাইনে আটকে পড়া ট্রেনগুলিকে তৃতীয় লাইন দিয়ে চালানোর চেষ্টা চলছে। প্রতিদিন কর্মসূত্রে বা অন্য প্রয়োজনে লোকাল ট্রেনে কলকাতায় আসেন বহু মানুষ। অফিস টাইমে হাওড়া-ব্যাণ্ডেল রুটে লোকাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় থাকে। ফলে চরমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
[মুখ্যমন্ত্রীর মমতায় অসুস্থ শিশুর চিকিৎসা বীরভূমে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.