সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের হাওড়ায় লুটতরাজ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে স্বর্ণ ব্যবসায়ী। তাঁকে মারধর করে ১১ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ১৫ হাজার টাকাও লুট করে দুষ্কৃতীরা। এই ঘটনায় হাওড়ার উনসানির সুভাষপল্লিতে ব্যাপক চাঞ্চল্য। জগাছা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মালিকের বিয়ের গয়নার অর্ডার ছিল। ব্যাগে করে ওই গয়না এবং নগদ টাকা নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। আন্দুল রোড থেকে মাত্র ২০০ মিটার দূরে সুভাষপল্লির গলিতে ঢুকতেই বিপত্তি। অভিযোগ, দুজন দুষ্কৃতী বাইকে চড়ে তাঁর কাছে চলে আসে। পথ আটকায়। কিছু বুঝতে না পেরে বাইক থামিয়ে দেন ব্যবসায়ী।
এরপর ওই দুই দুষ্কৃতী ব্যবসায়ীর কাছ থেকে গয়না এবং টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাতে বাধা দেন ব্যবসায়ী। কালীমন্দিরের সামনে দুষ্কৃতীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপর দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। হাত থেকে ছিটকে পড়ে গয়না এবং নগদ টাকা ভর্তি ব্যাগ। দুষ্কৃতীরা ব্যাগ হাতিয়ে চম্পট দেয়। এরপর জগাছা থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। ওই দুষ্কৃতীদের চিনতে পারেননি ব্যবসায়ী। কারণ, যে এলাকায় পথ আটকেছিল দুষ্কৃতী, সেখানে আলো অত্যন্ত কম ছিল। এছাড়া দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। তাই দেখতে পাননি তিনি। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.