Advertisement
Advertisement

Breaking News

হকার উচ্ছেদকে কেন্দ্র করে বোমাবাজি বারুইপুরে

হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর৷ চলল ব্যাপক বোমাবাজি৷

Outrage at baruipur station during removal of hawkers by RPF
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 1:51 pm
  • Updated:June 4, 2016 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর৷ চলল ব্যাপক বোমাবাজি৷ আতঙ্কিত যাত্রীরা৷

বারুইপুর জংশনে হকারদের বাড়াবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ জমে ছিল যাত্রীদের মনে৷ হকারদের জন্য স্টেশন চত্বরে দাঁড়ানোর জায়গা থাকে না বলেও অভিযোগ ছিল তাঁদের৷ যাত্রীদের অভিযোগ পেয়ে হকার উচ্ছেদের কর্মসূচি নেয় আরপিএফ৷ শনিবার সকালে আরপিএফের তরফে উচ্ছেদ অভিযান শুরু হলে প্রতিবাদে নামেন হকাররা৷ হকার সংগঠনের দাবি, কোনওরকম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান চলে৷ পুনর্বাসনের দাবিতে আরপিএফকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এরই মধ্যে চলে বোমাবাজি৷ একের পর এক বোমা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা স্টেশন চত্বর জুড়ে৷ পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করছে আরপিএফ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement