Advertisement
Advertisement

Breaking News

Durga Idol

পুজোর মধ্যেই জমিদার বাড়ির দুর্গামন্দিরের চুরি, দেবদেবীর লক্ষাধিক টাকার গয়না লুট

মহানবমীর রাতে দুঃসাহসিক চুরি।

Ornaments worth 25 lacs looted from Durga Idol in Bardhaman

জমিদার বাড়ির দুর্গামন্দিরের চুরি। ছবি: জয়ন্ত দাস।

Published by: Paramita Paul
  • Posted:October 12, 2024 12:45 pm
  • Updated:October 12, 2024 5:01 pm  

ধীমান রায়, কাটোয়া: পুজোর মধ্যেই জমিদার বাড়ির দুর্গামন্দিরের দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেব-দেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার গয়না লুট করল এক দুষ্কৃতীরা। মন্দিরের ভিতরে থাকা সিসিটিভি-তে চুরির বিষয়টি ধরা পড়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মহানবমীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরে।

পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় (আইমাদার) পরিবার এলাকার জমিদার বাড়ি। ২০টি পরিবার পালা করে প্রতি বছর দুর্গাপুজো করে। এবছরও তার অন্যথা হয়নি। বাড়ির মধ্যে পাকা মন্দির। লোহার গেটে তালা দেওয়া থাকে রাতে। সেই তালা ভেঙেই চুরির ঘটনা ঘটে। 

Advertisement

দশমীর দিন ভোরে পুজো বসবে। তাই মন্দির চত্বর পরিষ্কার করা হচ্ছিল। সেই সময় পরিবারের সদস্যের চোখে পড়ে মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, দুর্গা প্রতিমার মাথায় থাকা সোনা-রুপো মেশানো দেড় কেজি ওজনের মুকুট চুরি গিয়েছে। এছাড়াও প্রতিমার গায়ে থাকা গয়নাও লুট হয়েছে। পরিবারের দাবি, সবমিলিয়ে গয়নার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। 

মন্দিরের ভিতরে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে, রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ মন্দিরে ঢুকেছিল দুষ্কৃতী। ৭ মিনিটের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না চুরি করে পালায় গামছায় মুখ ঢাকা দুস্কৃতী। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও চুরির কোনও কিনারা করা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement