Advertisement
Advertisement
Kalimpong

পর্যটকদের মন ভরাতে কালিম্পংয়ে শুরু কমলালেবু উৎসব, চলবে কতদিন?

গতবছর এই মেলার আয়োজন হয়েছিল মংপুতে।

Orange fair started at Kalimpong
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2024 8:29 pm
  • Updated:December 15, 2024 8:29 pm  

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: শুধু চা নয়, পর্যটকদের মন ভরিয়ে দেয় দার্জিলিং ও কালিংম্পংয়ের কমলালেবুও। সেই কথা ভেবেই কালিম্পংয়ে শুরু হল কমলালেবু উৎসব। সিঙ্কোনা প্ল্যান্টেশন বিভাগের উদ্যোগে এই মেলা চলবে তিনদিন। গত বছর ওই মেলার আয়োজন হয়েছিল মংপুতে। এবছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন জিটিএ প্রধান অনীত থাপা। মন্ত্রী অরূপ রায় বলেন, “শুধু চা নয়, দার্জিলিং-কালিম্পং পাহাড়ের কমলালেবুর সমাদর বিশ্বজুড়ে। পাহাড়ে এই মিষ্টি ফলের চাষ আরও বাড়াতে হবে।”

সিঙ্কোনা প্ল্যান্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এবার কমলালেবুর উৎপাদন বেড়েছে পাহাড়ে। চাষের এলাকাও বেড়েছে। সিঙ্কোনা প্ল্যানটেশনের ডিরেক্টর সামুয়্যাল রাই জানান, পাহাড়ের চাষিরা কমলালেবু চাষে উৎসাহ দেখাচ্ছে। এর ফলে বিকল্প রোজগারের পথও খুলেছে। জিটিএ-র তরফেও বে-রোজগারি কমাতে পাহাড়ে কমলালেবু চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। জিটিএ-র চেয়ারম্যান অনীত থাপার কথায়, “রোজগার বাড়াতে পরিকল্পিতভাবে কমলালেবুর চাষের এলাকা বাড়াতে হবে। চায়ের মতো বিশ্বজুড়ে এখানকার ওই ফসলের বাজার রয়েছে।”

Advertisement

উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আবহাওয়া কমলালেবু চাষের পক্ষে উপযোগী। এক সময় ভালো উৎপাদন হয়েছে। কিন্তু গাছ পুরনো হয়ে যাওয়ায় রোগব্যাধি বাড়তে উৎপাদন কমেছিল। সম্প্রতি নতুন চারা রোপণের পর পাহাড়ে কমলালেবুর হৃতগৌরব ফিরতে শুরু করেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কমলালেবুর প্লাকিং শুরু হয়। এবারও তাই হয়েছে। তাই লেবুর পসরা সাজিয়ে কালিম্পং শহরে উৎসবের আয়োজন হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement