নন্দন দত্ত, সিউড়ি: মনোনয়ন জমা দিতে পারলেও ভোটে কতটা লড়াই দিতে পারবে সন্দিহান বীরভূমের বিরোধী দলের নেতারা। কারণ, বিরোধী প্রার্থীদের বেশিরভাগের বাড়িতে প্রাণনাশ ও গ্রাম ছাড়া করার হুমকি আসছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ভয়ে ময়ূরেশ্বরে দু’জন সিপিএম প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। রামপুরহাটে মনোবল বাড়াতে প্রার্থীদের বাড়ি যাচ্ছেন বিজেপি নেতারা। বিজেপির জেলা দপ্তর সিউড়িতে প্রায় ১৫০ জন প্রার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে।
বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৮ ও ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রার্থী ছিলেন রিনা বিবি ও কিসমত শেখ। শনিবার রাতে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে দলে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন ময়ূরেশ্বর দুই ব্লকের তৃণমূল সভাপতি নারায়ণপ্রসাদ চন্দ্র ও অঞ্চল সভাপতি। নারায়ণপ্রসাদ চন্দ্র বলেন, অনেকেই দলে যোগ দিতে চাইছে। তাদের অনেককে কিছু না জানিয়ে প্রার্থী করেছে বিরোধীরা। যদিও ময়ূরেশ্বরের সিপিএমের দায়িত্বে থাকা নেতা তথা প্রাক্তন বিধায়ক অশোক রায়
জানান, তাঁদের দল ময়ূরেশ্বরে ২০ টি পঞ্চায়েত আসনের মধ্যে ১৯ টিতে প্রার্থী দিয়েছিলেন। কিন্তু রাত্রে প্রত্যেক প্রার্থীর বাড়িতে দুষ্কৃতীরা যেভাবে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে তাতে তাঁদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এ বিষয়ে তাঁরা ময়ূরেশ্বর থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছেন। এ বিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে বিজেপির প্রতিনিধি দল। কিন্তু তাতেও সুরাহা না পেয়ে বিজেপি প্রায় দেড়শো জন প্রার্থীকে সিউড়িতে তাদের শ্যামাপ্রসাদ জেলা কার্যালয়ে আশ্রয় দিয়েছে।
বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, আমাদের পথ আমাদেরই বেছে নিতে হবে। সকলকেই আমরা আশ্রয় দিয়েছি। মানুষ ভোট দিতে তৈরি। আর শাসক ভোট নিতে ভয় পাচ্ছে। তাই নাম প্রত্যাহারের পরেই বিজেপি কর্মীরা নিজের নিজের এলাকায় যাবে।একইভাবে কংগ্রেস সিপিএমের অনেক প্রার্থী মনোনয়ন পত্র পেশ করে গ্রাম ছাড়া হয়েছে। রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস পঞ্চায়েতের বেলেবাড়ি গ্রামে দুই প্রার্থীর বাড়িতে হুমকি আসছে বলে অভিযোগ। সুনীতা লেট ও দয়াল কোনাই দু’জনই অভিযোগ করেছেন মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁদের এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিজেপির
জেলা সাধারন সম্পাদক শান্তনু মণ্ডল ও মহিলা মোর্চার জেলা সভাপতি রশ্মি দের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল প্রার্থীদের বাড়িতে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন। যদিও বিরোধীদের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, জনসমর্থন নেই, মিথ্যা বলে একটা সহানুভুতি আদায়ের চেষ্টা চালাচ্ছে। কোথাও কোনও সন্ত্রাস নেই। হেরে যাওয়ার ভয়ে দলের কাছে গুরুত্ব বাড়াতে এই নাটক করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.